তুমি চাইলেই নিজেকে হারতে দিতে পারো,
কিন্তু ভেবে দেখো,
তুমি তোমার সাথে তাদেরও হারতে দিচ্ছ,
যারা তোমার জেতায় জিতবে,
আর তোমার হারে হারবে।
-
চলে না গিয়ে মিথ্যে বলে থেকে গেলে তাদের cheater বলে,
আর লুকিয়ে না বলে চলে গেলে তাদের coward বলে।
এইসব লোকদের জন্য কষ্ট না করুনা হয় 😔-
নাইবা হলি তুই আমার গল্পের সেরা নায়িকা,
হয়ে থাকিস খুব সখের প্রিয় চন্দ্রমল্লিকা।-
প্রিয় কাঠপেন্সিল,
তুই আমার জীবনের সেই কাঠপেন্সিল,
যেটা দিয়ে
যেমন কিছু ভুল লিখলে সেটা শুধরে নেওয়া যায়,
তেমন কোনো ভুল করলে সেটা শুধরে নেওয়া যায়।
তুই আমার জীবনের সেই কাঠপেন্সিল,
যেটা দিয়ে
যেমন সাদা কালো স্কেচছবিতে প্রাণ দেওয়া যায়,
তেমন একঘেয়েমি কাটিয়ে জীবনের স্বাদ নেওয়া যায়।।
-
যদি চলতে চলতে পথে
আলো সরিয়ে আঁধার নামে,
সন্ধ্যাতারা তোমায় পথ দেখাবে।
যদি ধৈর্য রাখো জারি,
হাসবে তুমিই শেষ হাসি,
হারতে হবে ছোটো অনেক বাজি।।-
কাটিয়ে দিক সব জড়তাকে,
ভুলিয়ে দিক সব যন্ত্রণাকে,
জাগিয়ে তুলুক তোমার চেতনাকে,
বাঁচিয়ে রাখুক তোমার অস্তিত্বকে।।-
একরাশ complement নয়,
নিজের বিরুদ্ধে হাজারো complaint নিয়ে হাসতে পারে যে,
একরাশ embracement নয়,
দুনিয়ার থেকে হাজারো embarrassment পেয়ে বাঁচতে জানে যে,
Destiny তাকে হারাক জেতাক,
জীবন শুধু তাকে কখনো না থামাক।-
Which is full of feelings that you can't express,
Which is full of emotions that you can't suppress.-
মাঝে মাঝে যখন ভুলতে ইচ্ছে করবে যে তুমি একা,
তখনই জীবন চোঁখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে যে তুমি আসলে কতটা একা।-
আমার ঘরের সবটা জুড়ে কালো,
মনের ভিতর নাইবা খুঁজলে আলো।
পারলে তুমি নিজেই প্রদীপ জ্বেলো,
সেই আলোতেই আমায় ভরিয়ে রেখো।।-