যদি তুই চাস আমি হবো গ্রীষ্মের তপ্ত দুপুর...।
আর যদি চাস শীত তবে আমি হবো সেই শীতের রোদ্দুর....।।-
তোমার হৃদয় ছুঁতে গিয়ে, হেরেও বাঁচতে শেখা।
Your magical eyes
I found peace in
Your gentle touch
I found peace in
Your every word
I found peace in
Every moment spent with you
I found peace in YOU...-
তোর চোখের অনন্ত মায়ায় থেকে যেতে চাই আজীবন✨💞
তোর হাতে হাত রেখে চলতে চাই জীবনের বাকিটা পথ 🤞❤🌻-
অজান্তেই রোজ কত সম্পর্ক ভাঙ্গে অভিমানে
আচমকাই রোজ গড়ে আবার মনের আনমনে..
কত চেনা রোজ হারায় অচেনাদের ভিড়ে
স্বার্থবিনা কত মানুষ আপন হয়ে থাকে মনের নীড়ে....-
যার বাঁশির সুরে মেতে জগৎ পাগল হয়ে যায়,
সেই কৃষ্ণের দ্বিধায় বাঁচি আমি তার দ্বিধাতেই পুরতে চাই 💙💙
-
তুমি ছেড়ে যাওয়ার পর আমি হন্যে হয়ে খুঁজেছিলাম, না তোমাকে না কিন্তু তোমারই মতো একজনকে,
যার মুখটা তোমারই মতো একটু বোকা বোকা 😇
যার চোখ দুটো ঠিক তোমারই মতো মায়াবি 👀
যার হাসিটা ঠিক তোমারই মতো নেশাতুর
যার গায়ে তোমারই মতো এক আদুরে গন্ধমাখা
যার হাতে হাত রাখলেই হৃদস্পন্দন হু হু করে বেড়ে যায়
যাকে জড়িয়ে ধরলে হাজার বিষণ্ণতা থেকে মুক্তি পাওয়া যায়
আমি খুঁজেছিলাম তোমারই মতো দেখতে একজনকে
কিন্তু পাইনি হয়তো বা পেতে চাইনি...
আসলে তোমার ছেড়ে যাওয়া আমায় এতটাই নিংস্ব করেছিলো যে আমি একদম ভাবতে চাইনি
প্রতিটা মানুষের একটা আলাদা সত্ত্বা আছে আলাদা ব্যক্তিত্ব আছে,
কেউ চাইলেই অন্য কারোর মতো হতে পারেনা🙂-
একবার কথা বলতে বলতে অভ্যাস হয়ে গেলে
তখন কথা বলতে না পারাটা যতোটা কঠিন,
তার থেকেও বেশি কঠিন কথা না বলতে বলতে
অভ্যাস হয়ে গেলে কথা বলাটা।
.
.
.
.
কেনো জানি না তখন আর কথা আসে না🙂-
কারোর কথায় ব্যাথা পেলেও,
আমি তার কাছে ফিরে যাই
কিন্তু কারোর কথায় অপমানিত হলে,
তার দিকে আর ফিরেও তাকাই না....।।
-