অকারণ ব্যস্ততার অজুহাতে ফিরে তাকাই না পিছে।
স্বপ্ন ছেড়ে অভিনয়ে থাকি ভালো থাকার তাগিদে।।
-
গল্পের শিরোনামেই চরিত্ররা হোঁচট খায়।
বাস্তবতা মেঘের গাঢ়তায় ফাগুনে বসন্ত ভোলায়।
পাতাঝরা মরশুমে কত ডাকনাম হারিয়ে যায়।
না হওয়া প্রেম মনের পাতায় নীরবে আশ্রয় পায়।।-
বন্ধুদের কাছে একটাই প্রশ্ন
উনি কেমন আছে?
এই কথাটা শুনতে শুনতে আমার যাচ্ছেতাই অবস্থা
আমার মত ক্যাবলাকান্তর কি উনি জোটে?
😀😀😀-
স্যাঁতস্যাঁতে দেয়ালটায় এখনো রক্তের দাগ স্পষ্ট,
মাঝ বরাবর চোখের জলের একটা শুষ্ক খাত।
ঘরের এককোণে ফুলের কুঁড়িটা শুকিয়ে আছে,
বাঁচার প্রবল চেষ্টায় আঁকা কতগুলো জ্বলন্ত আঁচড়।
বাগানে পাতাগুলো ছড়িয়ে পড়ে,পাতাঝরা মরশুম কিনা!
রান্নাঘরের দরজা খোলা,কতগুলো চাল এদিক সেদিক ছড়ানো,
আজ নাকি উপোস!
স্বপ্নগুলোর লাশের বোবা কান্নার প্রতিধ্বনি,"বাঁচতে চাই,বাঁচতে দাও।"
নাঃ,শত চেষ্টা করেও বাঁচানো যায়নি।আগে থেকে কেনা নতুন দোলনা টা ঘরের পাশে একাই দুলছে নিঃশব্দে।।
-
আড়াই বছর পরই নাহয় কথা হবে
কোনো এক ভেজা বিকেলে,
যদি তখন ও চোখে আঁচ থাকে।
ভালোবাসা পাওয়া বাকি আছে বুঝি!
হিসেব চুকিয়ে নিস ক্ষতের অক্ষরে।
যদি ফিরিস এই শুষ্ক শহরে,
প্রতিশ্রুতিদের ভাসিয়ে আসিস।
ভালোবাসাটা রক্তে মেশা,
নতুন ভাষা অভিধানে থাকবে না।
এবার নাহয় প্রতিশ্রুতি টা আমি দিলাম।।
-
আড়াল করে কখনো যায়না ঢাকা
জীবনের খাতায় আঁকা ছবি ,
রঙ তুলি দিয়ে রঙ ভরিয়ে দিলেই
জানি রঙিন হবে মোর পৃথিবী।-
মানুষকে জীবনে হতে হয় কতোই
কঠিন সময়ের সম্মুখীন ,
তবুও শক্ত থেকেই তার মুখোমুখি
করো,কভু না হয়ে ক্ষীণ ।
প্রত্যেক মানুষের জীবনের প্রতিটি
মূহুর্তও ভীষণ রকম দামী ,
কতো ঘাত প্রতিঘাত পেরিয়ে তবেই
সে হয় সবার কাছে নামী ।
তাই মোদের বুঝতে হবে কঠিন সময়
এলেও,থাকতে হবে ভালো ,
তবেই আঁধার সরায়ে তোমরা পারবে
জ্বালাতে জীবনের আলো ।-
জীবনের প্রতিটি পদক্ষেপে প্রত্যেকের
কিছু না কিছু ভুল হয়েই যায় ,
কেউবা না বুঝে ভুল করে,কেউ জেনে
শুনে ভুল করে সাজা পায় ।
জীবনের ঠিক ভুলের হিসাবটা যখন
কঠিন সত্যের সামনে আসে ,
সব কিছুই রসাতলে যায়,ভুল করার
দুঃস্বপ্ন চোখের সামনে ভাসে ।
সুন্দর সুখের স্মৃতি জাগিয়ে মনেতে
ভুল করা ভুল গুলি যাও ভুলে ,
সকলেই থাকতে চায় সুখে শান্তিতে
ভুল গুলি মন থেকে মুছে ফেলে।-
বিজয়ীর শিরোপা পাওয়ার জন্য!!
রক্তাক্ত ইতিহাসের প্রত্যেক পাতা সাক্ষী হবে এই লড়াইয়ের প্রতিটি মুহূর্তের।।
-
জীবনের জলসাঘর সাজিয়ে নিই
শুধু সুরের ডালি দিয়ে ভরিয়ে ,
সুনীল আকাশের সুদূর নীহারিকা তাই
মনে আলোক রশ্মি দেয় ছড়িয়ে ।
আমি আমার ভালোবাসা খুঁজে পেলাম
হিয়ার মাঝে লুকিয়ে থাকা ফুলে ,
আমার ভালোবাসা ভরাডুবি হয়ে গেলো
আমারি নিজের মস্ত ভূলে ।-