আর সয়না মনের সঙ্গে রোজকার এ বিবাদ।
লাগে এক শুধু আমিই যেন করেছি সকল অপরাধ।
তাই,
ভালো থাক মন, ভালো থাক আজ সকল অপূর্ণ সাধ।
রইলো পড়ে ভালোবাসা, তার বিরুদ্ধে জিহাদ।।-
6 DEC 2017 AT 23:27
16 NOV 2019 AT 18:42
শাসক তোমার প্রবল প্রতাপ,
ক্ষমতা অনেক বড়।
শাসক তুমি কি যুদ্ধ থামার
স্বপ্ন দেখাতে পারো?
তোমার স্বপ্নপুরীতে মানুষ বাঁচে
একপশলা ভিজে?
শাসক তোমার যুক্তিতে ছাই,
কিছু জিহাদ আমার নিজের।-