বসন্ত প্রতারিত চৈত্রের কাছে
তাই বসন্ত চৈত্রের ভাব নিয়ে গেল-
সত্যের চিরকুট
(ABDUR RAHIM)
50 Followers · 21 Following
মৃত্যুর অপেক্ষায় আমি এক যাযাবর৷ নফসের ঘোড়া সদা সত্যের প্রান্তে ছুটুক....
Joined 23 June 2018
3 FEB 2022 AT 15:29
আমার অনিচ্ছায়
তোমাকে হারাতে বসেছি৷
কারণ, হারিয়ে যাবার ইচ্ছা তোমাকে পেয়ে বসেছিলো৷— % &-
31 JUL 2019 AT 19:07
মানুষ মানুষের দায়বদ্ধতা বুঝে না,
মানুষ মানুষেরে করছে হত্যা;
মানুষগুলো এমন কেন?
আগেও কি মানুষ এমন ছিলো?
মানুষ আজ হয়েছে ইবলিশের দোসর;
মানুষ করছে ইবলিশের কাজ,
ইবলিশরা আজ নাক ঢেকে ঘুমায়৷-
1 AUG 2020 AT 1:19
বন্দি নেকড়ে যতই দ্রুত হোক না কেন সে—বন্দিই,
তার দ্রুততা খাঁচার মধ্যেই সীমাবদ্ধ৷
আমাদের দেশার জনগণ ঠিক সে—রকম,
তার নেকডের মতো দ্রুত কিন্তু তারা বন্ধি৷
—সত্যের চিরকুট
-
29 MAY 2020 AT 20:48
শুকনো গোলাপের পাপড়িতে ভালোবাসা অমরত্ব পায়৷
শুকনো গোলাপটা থাকুক,
পার্সনাল ডায়ারি কিংবা নোটবুকে৷-
16 MAY 2020 AT 0:47
কে তুমি?
আমি এক নবীন কবি৷
কি চাই?
এই তো আপনার একটু ভালোবাসা
নয়তো অবহেলা৷
হা হা হা৷
কি হবে এতে?
জ্বী সবাই যে বলে!
কি বলে?
না, মানে, ইয়ে!
আমতা আমতা করছো কেন!
কি বলতে চাও?
আমি আসি!
চলে যাচ্ছো কেন?
এদিকে এসো ৷
শুনে যাও
না৷
আমি এক নবীন কবি ৷-