মানছি অনেকে খুব সোহাগে তোমায় আগলে রাখে,
মুখোশখানা হারিয়ে গেলে মুখ দেখাবে কাকে? 🌚-
Engineer.
Lives in Mumbai but the soul is in Kolkata.
Love to read more than i writ... read more
খুব অল্পেই ঠোঁট ফুলিয়ে কাজল জুড়ে মেঘের রেশ,
অযথা নয়, অভিমানে সেজে আঁকড়ে রাখার ছদ্মবেশ।-
বেশ কিছুটা মেঘ লুকোনো তোমার দেওয়া সিন্দুকে,
এক ধমকেই মুষলধারা, বলছে পাগল নিন্দুকে।।
-
তোমায় তীব্র খরা গ্ৰাস করে নেয়, তবু প্রতি শীতে পরিযায়ী আসে।
শুধু ভাঙচুড়েই ক্ষান্ত, হদিশ মেটার প্রমাণ নেই কোনো ঝড়ের ইতিহাসে।-
খুব তোয়াজে আগলে রাখা হাড়িয়ে যাওয়া ঠোঁটের শোক
এই বসন্তে ধুলোয় মিশুক, তোমার ছোঁয়ায় মুগ্ধ হোক।-
যেখানে রোজ চুপিসারে চিঠি ঢেকে ফেলে আনকোরা জমা ধুলো,
সেখানে হাতছানিগুলো ভাওতাবাজি, আশ্রয় খোঁজে ফিরে আসা সব পরিযায়ী পাখিগুলো।-
কত ml এর পরে EX মিশে যাবে কাব্যে?
কটা চুমুর হিসেবে বৃষ্টি আসবে ঝেপে?
হৃদয় শীতল? নর্থ পোলে তো যাযাবরই থাকে ভায়া।
নেশা কাঁচি করোনাতো আদ্যপান্ত ভেবে।-
ভাবলে কি করে বানভাসি case?
দুজনে অগাধ বিরহে মরি!!
আমরা আসলে ফিরে আসবার
net practice করি।। ❤️-
শহর ছাড়ার শর্তগুলো
সুখের চেয়েও দামি,
শুধু হিসেব মেলায় অন্য মানুষ
যেখানে আবেগরা বেনামী।-