--:::::::::::::::::--
প্রথম যেদিন তোতলা সুরে, ডেকেছিলাম
তোকে "মা" বলে ;
চুমু দিয়ে গালে কপালে, তুলেছিলি
আদর মাখা কোলে ।
স্বল্প ক্ষুধায় কাতর স্বরে, কাঁদলে
তোর পদ্ম সোনা ;
দুগ্ধ পানে বলতিস আমায়, কাঁদিস না
আমার চাঁদের কণা।-
পূর্ণিমার ঝলসানো রুটিটি ধীরে ধীরে ক্ষয়িত হয়েই চলেছে।
পূর্ণিমায় তুমি পূর্ণতা পেলে তোমায় যেমন অপরূপ দেখায় ,
পৃথিবীও যেন হয়ে ওঠে আলোকিত তোমার জ্যোৎস্নায়।
তুমি আজ ক্ষয়িত হতে থাকলেও
তোমার মলিনতার সৌন্দর্যও যেন হৃদয় হরণ করে নিয়ে যাচ্ছে।
-
চাঁদ তুমি শুনবে কি আমার মনের কথা
তুমিও কি আমার মতন বড্ড একা?
তোমার তো সময় কাটে তারাদের সাথে
বলতে পারো আমার সময় কাটবে কি ভাবে?,,,
-
চাঁদের টুকরো দিয়ে কি হবে, চাঁদে যে কলঙ্ক থাকে...।
তবুও করো চাঁদের কামনা, অথচ পূর্ণিমা রাত যে জ্যোৎস্নায় ভাসে...।।
- রূপকথা-
চাঁদের হাট🤗🤗🤗🤗
নক্ষত্রদের ভীড়ে আবার কোথায় হারিয়ে যাওয়া।
ওই যে দূরে আলোক বর্ষ কেবল সুখেরই গান গাওয়া।
দূর থেকে অনেক দূরে হেথায় নেই গো মাটি, নেই গো গাছ,
সুদূর পথে চলে গেছে কোন গোপন মিনার অখন্ড পথে।
কেবল আঁকিবুকি ওই মন কর্নারে শুধু তোমার আলিঙ্গন।
হঠাৎ সুখে যায় যে চলে ,তোমার আমার মধু মাসের নীরব সর্বনাশ।।।।
দিয়া🤗🤗🤗🤗-
চাঁদ আর আমি /সুবীরেশ
একফালি চাঁদ রাতের আকাশে
উঠেছে নিঝুম নিঃস্তব্ধ রাতে একা একাকী,
একা একলা মনে,
জানালার ফাঁক দিয়ে উঁকি মারে, আমার একাকী জীবনে,
বড়ো একাকিত্ব লাগছিলো মনে,
মূখামূখি আমরা দুজনে চাঁদ আর আমি, মাঝে শুধু কথাহীন নিঃস্থব্ধতা,
নেই কোনো শব্দের আলোড়ন,
যত কথা, যত ব্যাথা, বলার ছিল দুজনায়,
চাঁদ আমার দিকে চেয়ে, চেয়ে রয়,
হয়তো জানাতে চায়,
পাশে থাকার ডাকে সেও অগ্রদূত,
কোনোকিছুই তার অজানা নয়,-
পেরিয়েছি অনেকটা পথ, যদিও তা বাকি,
এবার যেতে চাই চাঁদের ওপারে--
তাই প্রেমের কিঞ্চিৎ ছন্দ এখানেই ইতি ||
-