একটা "আঁকাবাঁকা" পিছন পথ খুব দরকার হয় সামনের পথগুলো চলার জন্য ।
-
Bhaskar Das
(ভাস্কর)
30 Followers · 30 Following
মাঝে মাঝে ভাবতে বসি,ভাবনারা খুব প্রবল,তাদের নিয়েই কেটে যায় দিন।
Joined 20 March 2019
2 NOV 2020 AT 19:09
মাঝে মাঝে কথাগুলো শেষ হয়ে যায়
তাই হয়তো একে অপরের নিশ্বাসের গভীর শব্দ পৌঁছায় মনের অতল পর্যন্ত ।
যে শ্বাসে এতটুকুও মিথ্যে নেই
আছে শুধু ভালোবাসা আর বিশ্বাসের আশ্বাসটুকু ।-
2 NOV 2020 AT 18:56
"গল্প শেষে" থাকা আর "শেষের গল্পে" থাকা দুটোর মধ্যে অনেক ফারাক আছে ।
-
14 OCT 2020 AT 20:14
পার্থক্যটা কোথায় জানো ?
তুমি বলো কত দিন কেটে গেল
আর আমি বলি কত রাত কেটে গেল।-
12 OCT 2020 AT 19:30
জীবনে সমস্যার প্রয়োজন আছে,
সমস্যা আছে বলেই তুমি তার সমাধান খোঁজো
আর জীবন শেষে তুমি সমস্যা নিয়ে যাও না
নিয়ে যাও সমাধান ।-
12 OCT 2020 AT 19:19
যে পথ বেছে নেওয়া হয়েছে
সেটা তোমাকে পড়তেই হবে
"পারবো না" বলে কোনো কথা হয় না।
মনে রেখো শুধু ,
"পারবো না" তেও "পারবো" কথাটা থাকে ।-
11 SEP 2020 AT 20:56
মাঝে মাঝে আমি হয়ে উঠি সেই সব গানের লাইন ,
যেগুলো আগে শুনতাম না
এখন সেগুলো আমার খুব প্রিয়।-
29 AUG 2020 AT 22:23
দিনের আলোকে ভয় করে না ,ভয় করে রাতের অন্ধকারকে । কারণ অন্ধকারে ভেসে আসে অতীতের সব স্মৃতি ।
-