One it's 6th year here for me in your quote today .
And secondly
Peace for the whole world.-
এক মুঠো আকাশ দিলাম কুয়াশা মেখে মেঘে ঢেকে পাহাড়ের চূড়ায় দেখা করার নিদান পেলাম!
-
তারাদের দেশে দিনের শেষে!
গোধূলি বেলায় হেলায় পরে থাকে টুকরো সন্ধ্যে!
আবার অপেক্ষা রাতের শেষে সূর্যের বেশে প্রভাতী ছন্দের!-
Some one says, "hei should we go for a outing in nature's Paradis?"
-
একাকীত্ব বর্তমান দিনের সেই এক টুকরো কঠিন সত্য! যা সারাদিন অভিনয়ের মুখোশে ঢেকে রাখলেও দিন শেষে আরশিতে নিজের প্রতিবিম্ব রূপে ঠিক ধরা পরেই যায়! ফাইভ জি, এ আই সিস্টেম এর ভিড়ের রোবটিক লাইফ তখন মুক্তি চায়! আর চায় এক মুঠো শান্তি! মানসিক শান্তি! যা,খুঁজে পেতে হয় নিজের অভ্যন্তর থেকেই কারণ কারও কাছেই আজ আর সময় নেই এক মুহুর্ত বসে অপরের কথা শোনার কিম্বা বোঝার ! সৌজন্যে সোশ্যাল মিডিয়া আছে না! কিন্তু তাতে কি ইমোশন আছে? উত্তর হবে,না নেই! তবুও মানুষ ছুটে যায় সেই রঙিন চাক চিক্কের ভিড়েই! আর তারপর যখন একদিন ক্লান্ত হয়ে পড়ে তখন মনে পড়ে যায় তিনকাল গিয়ে এককালে ঠেকেছে! সময়ের অভাবে কিম্বা নিজের স্বভাবে একদিন যেই বাবা ,মা কে ঠাই বৃদ্ধাশ্রমে দিয়েছিলাম আজ তারা ভাঙ্গা দাত্ক কপাটি বের করে প্রচুর সম বয়সী বন্ধুদের ভিড়ে হেসে খেলে আনন্দে আছে! আর আমরা ইগো,অ্যাটিটিউড এর ইদুর দৌড়ে দাহা ফেল করে হিরো হতে গিয়ে জিরো হয়ে বসে আছি! আফসোসের শেষ তখন আর না থাকলে,অন্তর মন বলে,,,
"অবশেষে কি পেলি সেই একাকিত্ব আর ভারী শব্দ ডিপ্রেশন তথা হতাশা ছাড়া?!"-