QUOTES ON #কলেজের_দিনগুলো

#কলেজের_দিনগুলো quotes

Trending | Latest
11 OCT 2019 AT 9:56

কলেজের আবেগী দিনগুলো আজও তাজা স্মৃতির প্রিয় ডাকঘর;
কিন্তু সময়ের ঘেরাটোপে চেনা বন্ধুগুলোও নিমেষে হয়ে যাচ্ছে পর।।

-


22 NOV 2019 AT 18:41

ফিরতি ট্রেনের গল্পগুলো ঠিক কুয়াশা ঢাকা শীতের সকালের মতো ধীরে ধীরে সংসারের ব্যস্ততায় ঢেকে যায়।কলেজ থেকে ফেরার সেই তাড়া,ট্রেনের হকারদের হইচই ,জানলার ধারের সিটটা পাওয়ার সেই লড়াই , বিভিন্ন যাত্রীদের মুখে মুখে ওড়া গল্প শোনার সব অভ্যাসটাও পড়ে থাকে স্মৃতির আস্তিনে মোড়া । সংসারের দায়িত্ব,কর্তব্য পালনের মাঝে স্কুল ,কলেজের সেই সোনালী দিনগুলো আর বন্ধুদের সাথে খুনসুটি,আড্ডা,মজার মুহূর্তগুলো তবুও সুপ্ত অগ্নেয়োগিরির মতো দপ্ করে কখনো জ্বলে ওঠে ভাবনায়। একঘেয়ে জীবনের মাঝে এই স্মৃতিগুলো আগন্তুকের মতো এসে হঠাৎ অনেকটা পিছনের দিনগুলোতে ফিরিয়ে নিয়ে চলে যায় ,বার্ধক্যে পৌঁছানো মানুষটার বয়সটাও এক ঝটকায় যেনো অনেকটা কমে যায় তখন ভাবনায়।

-


14 NOV 2020 AT 17:54

পাশাপাশি বসা বন্ধু গুলো আজ
হারিয়ে গেছে অনেক দূরে!
কলেজে কত নতুন বন্ধু তাদের
স্কুলের বন্ধুদের কি আর মনে পড়ে!

-


19 MAY 2020 AT 13:30

তমোঘ্ন ও দিশা কলেজের দুই বন্ধু। হুম বন্ধুর মতো বন্ধু যাকে বলে সেই ধরনের বন্ধু ওরা। মন খুলে মেশে। এমনকি কলেজের বাইরেও। আর তার জন্যই বাকি সহপাঠীদের একটু জ্বালা । কেন ওরা এত বেশি মেশে ? আদৌ কি শুধু বন্ধু তারা ? নাকি বন্ধুর চেয়ে বেশি কিছু ?? কি হয় পরিনতি ??


EPISODE 5

দীর্ঘায়িত শেষ পর্বটি কেউ মিস কোরোনা কিন্তু!





( অনুগ্রহপূর্বক উৎসুক পাঠক/পাঠিকা ক্যাপশনে চোখ রেখে পুরোটা পড়বেন । বুঝতে অসুবিধা হলে আগের এপিসোডগুলো একটু ঝালিয়ে নেবেন 👇)

-


18 MAY 2020 AT 9:48

তমোঘ্ন ও দিশা কলেজের দুই বন্ধু। হুম বন্ধুর মতো বন্ধু যাকে বলে সেই ধরনের বন্ধু ওরা। মন খুলে মেশে। এমনকি কলেজের বাইরেও। আর তার জন্যই বাকি সহপাঠীদের একটু জ্বালা । কেন ওরা এত বেশি মেশে। আদৌ কি শুধু বন্ধু তারা ? নাকি বন্ধুর চেয়ে বেশি কিছু ...🤔


EPISODE 4





( অনুগ্রহপূর্বক উৎসুক পাঠক/পাঠিকা ক্যাপশনে চোখ রেখে পুরোটা পড়বেন । বুঝতে অসুবিধা হলে আগের এপিসোডগুলো একটু ঝালিয়ে নেবেন 👇)

-


14 MAY 2020 AT 12:17

তমোঘ্ন ও দিশা কলেজের দুই বন্ধু। হুম বন্ধুর মতো বন্ধু যাকে বলে সেই ধরনের বন্ধু ওরা। মন খুলে মেশে। এমনকি কলেজের বাইরেও। আর তার জন্যই বাকি সহপাঠীদের একটু জ্বালা । কেন ওরা এত বেশি মেশে। আদৌ কি শুধু বন্ধু তারা ? নাকি বন্ধুর চেয়ে বেশি কিছু ...🤔

PART 1


( অনুগ্রহপূর্বক উৎসুক পাঠক/পাঠিকা ক্যাপশনে চোখ রেখে পুরোটা পড়বেন 👇)

-


22 DEC 2020 AT 14:25

শুভ্র :- খেটে যাবো আমরা আর ওরা অনুষ্ঠানে এসে শুধু গিলবে ??

তমোঘ্ন:- হাতের পাঁচ আঙ্গুল সমান হয়না। ওসবে মনে প্রভাব ফেলতে দিস না।

শুভ্র:- এগুলো কি ঠিক হচ্ছে ? ওদের একারই শুধু ব্যস্ততা ? কলেজটা তো সবার । ওদের কি কোনো দায়িত্ব নেই ?

তমোঘ্ন:- মাথা গরম করিসনা ভাই। মনে রাখবি সাজ কেউ মনে রাখেনা, কাজ মনে রাখে। সমৃদ্ধ আমরা হচ্ছি , ওরা নয়।
এটার স্থায়িত্ব ও মূল্য অনেক অনেক বেশী।

-


6 NOV 2020 AT 19:13

● এক যে ছিল গানভাসি গ্রুপ ●

◆ রা-সা-তা-সা ◆

পর্ব ১

(জানতে ক্যাপশনে চোখ)

-


27 SEP 2020 AT 16:34

পবিত্র :- হঠাৎ চুপ করে গেছিস দেখছি আজকাল। কি হয়েছে? আরে বলবি তো ?

শুভ্র :- ধুর আর কিছু ভালোলাগছেনা। ছেড়ে দেবো কলেজ। এতকিছু করলাম তারপরে এই প্রতিদান !

পবিত্র:- ও নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য তোকে ছাড়লো আর তুই ওর মতো মেয়ের জন্য নিজের স্বপ্নকে বিসর্জন দিতে চাস??

শুভ্র:- জানিনা আমি। আমার মাথা কাজ করছেনা। তুই চলে যা এখান থেকে। প্লিজ যা।

পবিত্র :- আচ্ছা। আমি চলে যাচ্ছি। তমোঘ্নকে বলছি দাঁড়া !



চলবে .....

-


15 MAY 2020 AT 7:44

তমোঘ্ন ও দিশা কলেজের দুই বন্ধু। হুম বন্ধুর মতো বন্ধু যাকে বলে সেই ধরনের বন্ধু ওরা। মন খুলে মেশে। এমনকি কলেজের বাইরেও। আর তার জন্যই বাকি সহপাঠীদের একটু জ্বালা । কেন ওরা এত বেশি মেশে। আদৌ কি শুধু বন্ধু তারা ? নাকি বন্ধুর চেয়ে বেশি কিছু ...🤔

EPISODE 2

(আগে গতদিনের EPISODE 1 যারা পড়োনি তারা ওটা পড়ে নিও। তাহলে তাল ধরতে সুবিধা হবে)



( অনুগ্রহপূর্বক উৎসুক পাঠক/পাঠিকা ক্যাপশনে চোখ রেখে পুরোটা পড়বেন 👇)

-