QUOTES ON #কলমপ্রবাহ

#কলমপ্রবাহ quotes

Trending | Latest
24 JUL 2019 AT 18:59

বৃষ্টি এলো অঝোর ধারায় মন কেমনের বেশে,
মনটা আমার হারিয়ে গেলো বর্ষাকালের দেশে।

প্রাণটা আমার জুড়িয়ে গেল মনের সাথে ভেসে,
মনটা আমার ফুরিয়ে গেল বৃষ্টি ভালো বেশে।

মনের আঙিনায় হটাৎ করে ফুটলো জোরালো বাজী,
বৃষ্টির জোছনায় হটাৎ করে আসলো ছাতা ভিজতে রাজী।

দুলাইনেই মনটা কি আর ভালো থাকে,
মনটা যে হারিয়ে গেছে আনন্দের ফাঁকে।

মন আমার খারাপ বৃষ্টি না থাকার জন্য,
কী জানি মনের গোলাপটা ফুটেছে কার জন্য।

-


6 AUG 2019 AT 18:01

হারিয়ে যাবে প্রপাতে,
দুজন মিলে একসাথে,
মিলনের সৃষ্টিতে...

আজ এই বৃষ্টিতে,
উজাড় হবে উষ্ণ মনোভাব,
কালো নারী সুন্দর হবে,
যদি পড়ে মনে বৃষ্টির প্রভাব...

আজ এই বৃষ্টিতে,
খুঁজবো আমি হারানো বৃষ্টির কোণা,
চেয়ে চেয়ে দেখবো হবো যে আনমনা..
খুঁজবো আমি বৃষ্টির দুঃখ সাথে সুখটাও, 🙏ধন্যবাদ ভালো থেকো🙏
তার সঙ্গে নেব জুড়িয়ে আমার ভাঙা বুকটাও

-


16 AUG 2019 AT 15:45

মনগড়া সখা আমার মনের মানুষ-
প্রেমকরা দেখা আমার জীবন বেহুঁশ।
উরাধুরা সময় চলে যায়, তোমার লগে...
সুদভরা শক্তি চায়, নাতো ধরবে রোগে।।
তোমার আঙিনা বহুদূর, যেতে পারিনা..
তোমার ঠিকানা কোথায় এখনো জানিনা!!

-


15 AUG 2019 AT 14:05

যুদ্ধ হোক শেষ, সুখে থাক ক্রন্দন..
দেশ এগোচ্ছে বেশ, মানুন নাই মানুন।
দেশের সম্পদ করুন রক্ষা, কিভাবে জানুন..
দেশ আমাদের আছে বেশ উর্ধমুখী।
দেশ কে কাজে লাগিয়ে হও সর্বসুখী..
ভাই-দিদি, নানা সম্পর্ক ক্ষয়ুক ভালোবাসায়..
দেশে-দেশে শান্তি হোক দীর্ঘায়ুক কাছেআসায়...

-


19 AUG 2019 AT 0:59

★★★জোর বাঁচলো কালুর ছেলে★★★

দিদি গেলো আলু নিতে,
স্কুলের ধারে পুকুর পাড়ে।
রাস্তায় দিদি যেতে যেতে,
পেছন তাকায় বারে বারে...
পেছনে যে কালুর ছেলে,
আস্তে থাকে সঙ্গ নিয়ে।
মনেতে তার ভয় মেলে,
শিবুর দোকানে উঠলো গিয়ে।
শিবু বলে কিরে বুনু,
এত ঘামছিস কেনো?
দিদি বলে পেছনে হুনু,
জ্যান্ত খেয়ে নিচ্ছিলো যেনো....
দিদি আবার পেছন তাকাই,
কালুর ছেলেকে দেখতে পেলোনা!!
শিবু কেমন চোখটা ব্যাঁকাই,
বলে এতো দেখি মতলব ভালোনা...
ফিরছে দিদি আলু নিয়ে,
শিবু রাখছে পিছে নজর!!
কালুর ছেলে বুঝতে পেরে,
লাগায় ছুট বেঁচেছে খুবজর।।

-


4 AUG 2019 AT 1:16

★ ★ ★ ★ ★ ★ঘুরুঘুরু★ ★ ★ ★ ★ ★


কাল যাবো আমি ঘুরিতে, মন আনন্দে করছে ছুটোছুটি-

জামা করছে ঢল ঢল....

সকালেই হাজির মামা বাড়িতে, মামী বলে ব্যাগে কি করছে লুটোপুটি-

মামা বলে এনেছে কিছু ফল টল...

সকাল থেকে খায়নি কিছু, পেটের হাল যাচ্ছে শুকিয়ে-

গা ঘেমে আসছে গন্ধ টক টক...

ভাই বোনরা যে নিচ্ছে পিছু, গেটের কাছে এসে মেরে দিচ্ছে বকিয়ে-

রেগে গিয়ে বলি বন্ধকর তোদের বক বক...

ছাগল গরু খাচ্ছে ঘাস হামরে হুমরে , দাদু খাটের উপর বসে আলু চুষে।

ভাই বোনেদের চলছে তবু বকুম বকুম...

খেতে বসে দাঁতের ভিড়ে দিলাম কামড়ে, তবু সুস্বাদু খাবারে মনটা গেল মিশে।

সত্যিই এসে মনটা হয় যেন নতুন নতুন...

-


13 DEC 2020 AT 22:55

মনখারাপের কাল্পনিক সাদা কালো ক্লান্তিকর রঙ বেঁধেছে হৃদয়ে বাসা,
এই সময় পাশে কেউ থাক বা না থাক, কলম অনবরত জোগাচ্ছে আশা।
তাই কলমেতেই খুঁজি ভালোবাসা, কলমেতেই খুঁজে পাচ্ছি সুখ,
কারণ আমি জানি, কলম কোনোদিনও হয় না কারোর প্রতি বিমুখ।


কী তাইতো কলম????

✒ নিজের হৃদয়ে ঠাঁই দিয়ে, রেখেছি তোমার ওপর আস্থা,
আশা রাখি, তোমাকে ভালোবেসে হবো না কখনও হেনস্থা।

-


17 DEC 2020 AT 12:55

✒কলম,
তুই তো আমার একটা দুষ্টু-মিষ্টি স্বভাব,
তোকে ছাড়া বিষন্ন রোগে ভুগে অনুভবক্ষম হয় আনন্দের অভাব।
তাইতো তোর প্রতি আমি অত্যাসক্ত,
যে-কোনো নেশাই তোর কাছে করে মাথা নত।
তোর স্পর্শে এক অসম রূপ ধারণ করে আমার মন,
তোর মধ্যেই নিজেকে অঙ্গীকৃত করতে ইচ্ছা হয় সারাক্ষণ।
আর তোর সাথে একত্রিত করি আমার বিশালায়তন কল্পনার জগৎ,
কল্পনাতে সবকিছুই পাই, আরে সে তো মহৎ।
এখানে কালিও রাখে এক বৃহদাংশ অবদান, তাই সেও এক অমূল্য ধন,
প্রখ্যাত সাহিত্যিক শ্রীপান্থের ভাষায় "কালি, কলম, মন লেখে তিনজন"

-


7 NOV 2019 AT 8:16

অভিমানের পাহাড় ছাড়ি,বহু দূরে দিল পাড়ি,💔
আজ কেন সে আবার,, পিছে ফিরে চায়,,,??
তাকে বলো👆আমি এখন অন্য খাঁচার বন্দী পাখী,
আমার ফেরার উপায় নাই,,,,,,, 🙏🙏

-



YourQuote
D3H7

-