-
10 FEB 2021 AT 20:41
তুমি ফিরিয়ে দিলেও, যখনই এই মন শুনতে পাই তোমার আর্তনাদ,
বারংবার আসি ফিরে, কারণ তোমার কক্ষপথেই আমার বসবাস।-
9 MAY 2018 AT 9:01
প্রাক্তন তোমার কলমে রচিত,
নিকোটিনসম পোড়া বুকের কথা
বিচ্ছিন্ন উপগ্রহই জানে,,
ছেড়ে যাওয়া কক্ষপথের ব্যাথা..
সৌমিক,,
কবিতা সংখ্যা-১২১
০৯/০৫/২০১৮-