দূরের ওই আকাশ পড়বে ভেঙে
তারাগুলো যাবে খশে,,,
একদিন তুমি আর আমি পেরিয়ে যাব,,
কৃত্রিম হাসি হেসে,,,,
সৌমিক,,,,,-
আঁছড়ে পড়ে স্মৃতিগুলো,
ফাটে দেওয়ালের বুক,
মৃত মন খুঁজে নেয়,,,
চার দেওয়ালের সুখ ।।
সৌমিক,
কবিতা সংখ্যা-৯৭
০১/০২/২০১৮-
না বলা অনেক কিছু কথা বলার আছে তোমায়,,,
ওপারের দুনিয়ায় গিয়ে,,,-
কী কঠিন আর্তনাদ ছিল,,
সেদিন কৃষ্ণের বুকে
কিছু প্রেম বেঁচে থাকুক,,,
বিচ্ছেদের সুখে
✒️সৌমিক✒️-
ছিল নাকি যেটা "প্রেম",,
সেটা এখন ঘরে বন্দী
একান্ত "ফটোফ্রেম",
যেটার নাম ছিল "ভালোবাসায়"
এখন সেটাই একাকীত্ব "স্মৃতির জানালায়"-
আমার রাত জাগা বিছানায়
অবস্থান আমার চুপ,,
এখনও তোমার দেওয়া ডাকনাম,
ভেঙে দেয় প্রতি মুহুর্তে আমার,
"প্রেমহীন বুক"
-
ছেড়ে গেছে যেজন যেতে দাও তাকে
দিনের শেষে অন্ধকারে,
নিজের ছায়াও হারিরে যায়,,
বেনামী কোনো বাঁকে,,।।
✒️সৌমিক✒️-
চেনা পথ ছেড়ে, চলে গেছো বহুদূর
সামলে নিয়েছ ঝড়,
অথচ,এককালে সব ঝড় সামলে নেব বলে
কত কাছাকাছি ছিলাম পরস্পর,,
সৌমিক✒️-
যে জানে হাসতে,সেজন আমার কাছে
প্রিয় অভিনেতা,,প্রিয় মানুষ
দিনের শেষে কষ্টতা তো,,
আনন্দের বিনিময়ে
উড়িয়ে দেওয়া ফানুস,
✒️সৌমিক✒️-
এ পৃথিবীতে সবাই মিশে আছে দোসরে,,
খোঁজ নিয়ে দেখো বন্ধু,,,
ছিল প্রিয় অভিনেতা কেউ না কেউ
মন ভাঙার আসরে,,,,,,-