. .
-
তুমি বৃষ্টি চাওনি
সূর্যের খোসা ছাড়িয়ে জ্বলন্ত রোদ এনে দিলাম
আমার সমস্ত জমানো সুখ তুমি বললে বেচে দেওয়া ভালো
ডেকেছি নিলাম
পড়ে থাকা আমার একাকীত্বটুকুকেও ভেঙে-চুরে শত টুকরো করে বীজ বপনের মতো ছড়িয়ে দিয়েছো জলে-স্থলে
আজ শুধু বোবা নিথরতা পাথরের মত বুক চেপে বসে।-
আদর জ্বরে পুড়ছে যখন কপাল
তুমি না হয়, ফিরেই শুধু চেয়
মন পোড়ানো আগুন খেলার মাঝে
তুমিই শুধু সোহাগ বাতি সেজ l-
সুখের পালক বানভাসি,ছাপোসা ইচ্ছে ভেজা চোখের কার্নিসে জমাট বাঁধা দুঃখ,
ক্ষণিক রিরংসায় কালো চিহ্নে বিবসতার বুক বয়ে চলে অপ্রকাশিত রাতের ক্ষত!
নির্বাক ওষ্ঠ্যে গেথেঁ রইলে তুমি 'প্রাক্তন' হয়ে,
একাকিত্বের বিদ্রুপ হাসি বলে গেল- আমি 'নষ্টমেয়ে'!
-
স্বপ্নেরা সেজে থাকে, রূপকথার রাজকুমারীর ভগ্ন মনের কোণে ........
সে তার বাস্তব জীবনের কথা শোনাতে চায় সকলকে , কিন্তু কেউ কি তা কখনো শোনে ??-
একাকির আঙিনায় সূর্যাস্তের শেষে,
নিরাশার আকাশে আশার আলো বুনি;
দীপ্তির ধরাছোঁয়ায় যদি দাঁড়াও এসে,
ইচ্ছেডানার নির্ভরতা ফিরবে'ই জানি।-
আমার জীবন শুধুই বৃথা ,
ঘুরছি অামি একা একা ,
এই পৃথবীর বিরাট পথে ,
চলছি একা নিজের সাথে ,
আপন বলতে নেই তো কেউ ,
অনেকটা যেন সমুদ্রের ঢেউ ,
ঘুরছি অামি দেশান্তরে ,
সবার সাথে তাল মিলিয়ে ।।-
অলীক সুখের খোঁজে চারমিনারে ধুঁকছে হৃদয়
একাকিত্বের মাঝে স্মৃতির আঁচলে হয় স্বপ্নের ক্ষয়-