QUOTES ON #একলাজীবন

#একলাজীবন quotes

Trending | Latest

নতুন করে বাঁচতে চাইনা কারোর হাত ধরে,
অনেক আগেই ভেঙেছে মন কালবৈশাখী ঝড়ে।

-



তোমার সব অভিযোগ মেনে নিয়ে,
নিজেকে সরিয়ে নিয়েছি দূরে।
ভালোবাসাটা আগের মতোই আছে,
শুধু আমি হারিয়েছি অন্ধকারে।

-



আমি একলাই আকাশ দেখি,
বিষন্নতার চোখে।
জানিনা পাবো কিনা আমার পাশে,
এই জীবনে তোকে।💔

-



প্রভুর কাছে প্রার্থনা করি,
কোনো ছলনার প্রেম যেন আর না আসে।
এইতো আমি ভালো আছি,
একলা জীবনের নিঃস্ব বাসে।

-


3 JUL 2021 AT 1:29

চোখটা বন্ধ করে ভেবে দেখো।একদিন নৌকা নিয়ে তুমি আর তোমার প্রিয় মানুষ গভীর সমুদ্রে গেলে প্রিয় মানুষ তোমায় কথা দিয়েছিল যে সে তোমার সঙ্গে গভীর সমুদ্রে যাবে। অনেক দূর যাওয়ার পর তুমি দেখতে পেলে তোমার প্রিয় জন তোমার সঙ্গে নেই ,রাতের আকাশের সুস্পষ্ট তারা ছাড়া আর কিছুই ভালো করে দেখা যাচ্ছেনা মুহূর্তের মধ্যেই ঝড়ো হাওয়া বইতে শুরু হয়ে গেল ঢেউগুলি প্রচন্ড গতিতে তোমার নৌকা আঘাত করতে লাগলো,,,,,,,,,,,,

-



অভিমান পুষে বুকে কতো দিন রাখবে?
আমি জানি একদিন ঠিক আমাকে কাছে ডাকবে।।

-



এখন আমি ব্যস্ত থাকি নিজেকে নিয়ে সারাক্ষণ,
এইতো বেশ ভালো আছি তুমি হীনা একলা জীবন।।

-


17 SEP 2021 AT 0:09

নতুন সাথী খুঁজে নিয়েছো বাঁচতে ভালো করে,
তবুও সেই তোমাকেই আমার আজও মনে পড়ে!

-


10 JUL 2020 AT 21:36

''ব্যস্ততা ''-র অজুহাতে
দূরত্ব বাড়ছে প্রতিদিন...
একলা পথ চলতে গিয়ে
সঙ্গী হলো নিকোটিন!!!

-একাত্ম

-


1 MAR 2021 AT 13:22

একা জীবন
~~~~~~~~~
আমি নই কারো, কেউ নেই আমার
আমি একলা থাকতে চাই
আমি কাউকে চিনিনা, আমি কাউকে জানিনা
আমি একলা বাঁচতে চাই ।।
সকাল সন্ধ্যা ওই সুরার গ্লাসটা
আমার হাতে চাই
তার সঙ্গী হয়েই শুধু, আমি থাকতে চাই
আমি একলা বাঁচতে চাই ।।
নিষ্ঠুর এই পৃথিবীর মায়ায়
আমি আর জড়াবো না
কাউকে আপন ভেবে কোনদিন
আমি আর হারাবোনা ।।
লাগছে আগুন এই মনে
হৃদয় পুড়ে হলো ছাই
আমি নই কারো, কেউ নেই আমার
আমি একলা মরতে চাই
আমি একলা বাঁচতে চাই ।।
ধ্বংস হয়ে আমি মিশে যাই মাটিতে
বড় ইচ্ছে হয়
পরজনমে পৃথিবীর স্বপ্ন আর
দেখবেনা এই হৃদয় ।।
হাজার জনের ভিড়ে, এই ভিন্ন হৃদয় নিয়ে
আমি একলা থাকতে চাই
আমি নই কারো, কেউ নেই আমার
আমি একলা বাঁচতে চাই
আমি একলা বাঁচতে চাই ।।
_____রজত পাল

-