অনেক মাসের পরেও তোমার সেই স্মৃতি গুলি
শেষ বেলায় আমাকে আঁকড়ে ধরে-
অনেক দূরে চলে আসার পরও সেই দূরত্ব কমে যায়নি, এই আনন্দের রঙ্গমঞ্চের পৃথিবীতে কোন কিছুই তোমার অস্তিত্বের মনিকোঠা থেকে দূরে সরিয়ে রাখতে পারেনি আজও।
-
হাতে লেগে থাক হাতের জলছাপ
চারটি পা যাতে একসঙ্গেই চলে
দুটো পা দাঁড়িয়ে গেলে
অনেকেই আশা করে
যাতে অন্য দুটো পা চলার পর চলে।-
চোখটা বন্ধ করে ভেবে দেখো।একদিন নৌকা নিয়ে তুমি আর তোমার প্রিয় মানুষ গভীর সমুদ্রে গেলে প্রিয় মানুষ তোমায় কথা দিয়েছিল যে সে তোমার সঙ্গে গভীর সমুদ্রে যাবে। অনেক দূর যাওয়ার পর তুমি দেখতে পেলে তোমার প্রিয় জন তোমার সঙ্গে নেই ,রাতের আকাশের সুস্পষ্ট তারা ছাড়া আর কিছুই ভালো করে দেখা যাচ্ছেনা মুহূর্তের মধ্যেই ঝড়ো হাওয়া বইতে শুরু হয়ে গেল ঢেউগুলি প্রচন্ড গতিতে তোমার নৌকা আঘাত করতে লাগলো,,,,,,,,,,,,
-
ভালোবাসলেই বিশেষ করে জানতে লাগেনা
তুমি কেমন আছো বলো?
আমার ফোনে ছোট্ট notification আলো
বুঝিয়ে দেয় তুমি আছো ভালো।-
চাইলেই যদি পারতাম ওই আকাশটা ছুঁতে;তবে মেঘে মিশে বৃষ্টি হতাম সারা আকাশ জুড়ে,
-
ভালোবাসা মানুষটিকে বাস্তবের চেয়ে
কল্পনাতেই বেশি ভালো লাগে,আর যেই হোক কল্পনাতে তো আর হারানোর ভয় থাকে না ।।-
দিনে দিনে অকেজো হচ্ছে জড়িয়ে ধরার ঘুম,,
হারিয়ে যাচ্ছে mobile এর ছোট্ট notifications এর আলো,,
জানালার কাঁচে আটকে রেখেছি কিছু পুরোনো দিনের কথা ,,
তোমাকে কিছুতেই ভুলতে পারি না এইটাই আমার চিরকালের ব্যথা ,,
যে কটা দিন খরচ হবে এরপর বৃথা হয়ে যাবে সেই দিন গুলো যখন আমরা হবো একে অপরের আরো পর,,-