ভালোবাসতে পারোনি আমায় নিঃস্বার্থ ভাবে,
তাইতো আজো কেদে যাই সেই তুমিটার অভাবে।
-
যখন তুমি কোনো চুক্তি,যুক্তি আর প্রত্যাশা ছাড়াই ভালোবাসতে পারবে,তখন তুমি জান্নাত খুঁজে পাবে।"❤️
~শামস তাবরিজি--
-
অনেকে আমাকে প্রশ্ন করে ভাইয়া কষ্ট কমানোর উপায় কি? আমি বলি কষ্টটাকে মেনে নিন। মৃত্যুকে মেনে নিলে বেঁচে থাকতে ভয় কিসের,মানতেই তো পারিনা কষ্ট কমবে কি করে। আপনি একদিন বৃদ্ধ হবেন সেটা মানতে পারেন!কোনো বৃদ্ধকে দেখেছেন বৃদ্ধ হবার দুঃখে সে কান্নাকাটি করে। বৃদ্ধ বয়সেও তারা নাতি নাতনি নিয়ে খুনসুটি করে। সময়ের ধর্ম অতিবাহিত হওয়া,সময় কখনো কাঁদেনা সে পুরিয়ে যাবে। মানুষের ধর্ম সময়ের সাথে নিজেকে মানিয়ে নেয়া। আজ মৃত্যুর কথা ভেবে কষ্ট পাচ্ছ কোনো একদিন বিচানায় ছটপট করতে করতে সেই মৃত্যুই তুমি কামনা করবে।"😥
-
অনেকে আমাকে প্রশ্ন করে ভাইয়া কষ্ট কমানোর উপায় কি? আমি বলি কষ্টটাকে মেনে নিন। মৃত্যুকে মেনে নিলে বেঁচে থাকতে ভয় কিসের,মানতেই তো পারিনা কষ্ট কমবে কি করে। আপনি একদিন বৃদ্ধ হবেন সেটা মানতে পারেন!কোনো বৃদ্ধকে দেখেছেন বৃদ্ধ হবার দুঃখে সে কান্নাকাটি করে। বৃদ্ধ বয়সেও তারা নাতি নাতনি নিয়ে খুনসুটি করে। সময়ের ধর্ম অতিবাহিত হওয়া,সময় কখনো কাঁদেনা সে পুরিয়ে যাবে। মানুষের ধর্ম সময়ের সাথে নিজেকে মানিয়ে নেয়া। আজ মৃত্যুর কথা ভেবে কষ্ট পাচ্ছ কোনো একদিন বিচানায় ছটপট করতে করতে সেই মৃত্যুই তুমি কামনা করবে।"😥
-
সব কষ্টের কথা সবাইকে বলা যায় না,
কিছুটা দেয়াল জানুক-
আর কিছুটা দেখুক আয়না।"💔
-
এই শহরের মানুষ গুলো ভুলে যায়,কোন মানুষ ১০০% পূর্ণতা নিয়েই জন্মায় নাহ!💜
✍️রফিকুল ইসলাম🥀
-
এই অবেলায় যেও নাকো তুমি
আরো কিছুক্ষণ থাকো!
অভিমানের তীব্রতা কমে যাওয়ার পরেই না হয়,
আমায় "ভালোবেসো।"❤️
✍️রফিকুল ইসলাম--
-
বন্ধু এই পৃথিবীতে সব কিছুই বিক্রি হয়,
কিন্তু সাবধানে থেকো কিছু মানুষ বাতাস ও
বিক্রি করে দেয় বেলুনে ভরে।
সত্য বিক্রি হয়,মিথ্যে বিক্রি হয়-
বিক্রি হয় মিথ্যে জীবনী,,
চারপাশে ছড়িয়ে আছে...
তবুও বোতলে বিক্রি হয় পানি।"
MD:AL REDOWAN.❤️
-
প্রতিদিন'ই তো মনের মৃত্যু হয়!😭
আর নিথর দেহগুলো ব্যস্ত শহরের অলিতে গলিতে পরে রয়।। 🌉
-
G
O
O
D
MORNING❤️ MORNING ❤️MORNING
G
O
O
D
❤️💙MORNING💙❤️
a l l f r i e n d s.😍-