এটা তোমার ঋণ তাই পরিশোধ তোমাকেই করতে হবে,
এটা তোমার জীবন তাই এই জীবনের মূল্য তোমাকেই বুঝতে হবে।।
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤-
কিছু ঋণ হয়না শোধ
জেনো, চেষ্টা করাও বৃথা;
আকাশ যতই ছোঁওনা কেন
সেখানে ঝুঁকিয়ে রেখো মাথা।
তুমি যত লম্বা হবে,
দিনে দিনে তারা হবে ছোট;
তারা তোমায় তুলবে মাথায়
তুমি কিন্তু পায়ের কাছেই থেকো।
এখন তবু যদি ইচ্ছে থাকে
তবে বাতলে দিচ্ছি উপায়;
ঋণ শোধ হতে পারে সেদিন
যেদিন পৌঁছাবে তুমি সেথায়।
ক্রমান্বয়ে চলতে থাকে এই পরম্পরা
উত্তর আর পূর্বের অদ্ভুত মোহড়া।-
তোমার ঋণ শোধ হবেনা কোনদিন ,
ঋণের স্মৃতিতে থেকে যাবে চিরদিন ।।
ভূমিষ্ঠ লগ্ন থেকে তুমি ছিলে ছায়া হয়ে !
রাগ-দুখ-কলহ-অনুতাপ কে সঙ্গে বয়ে।।
দিনের শেষে রাত ক্রমশ গভীরে যায় ;
তারা রাশি নির্বাক ভঙ্গিতে দপ-দপ করে জ্বলে যায়।।
নিদ্রা বিলীন হয়---
সংসারের হাল টানতে টানতে,
বাহ্যিক ঋণের বোঝা বহন করে
খুশি থাকার ভানে তোমার জীবন কাটে ,
নিশ্চুপ দৃষ্টিতে কাতর হয়ে
গর্ভধারিণীর জর্জরিত ললাট ফাটে।।
বুঝতে দাওনি তোমার বুক চেরা ক্লেশ ;
কথা দিলাম, একদিন ঘুচবো তোমার
ক্ষতর অবশেষ।।
আমার গর্ব, আমি তোমাদের গর্ভজাত
অভ্যাস-শিক্ষা-সহবত -এ হয়েছি সহজাত।।
যতই ভাবি, তোমার ঋণ শোধ করবো একদিন
অকপটে একটি উক্তি উঁকি মারে,
দূর বোকা!!
"বাবা-মা এর ঋণ শোধ করা যাবে না কোনদিন"!!
-
আজকাল ঋণের বোঝায় বড্ড ক্লান্ত হয়ে পড়েছি।
কাছের মানুষেরা যখন ঋণী করে দিয়ে চলে যায়,
শোধ করা যায় না তাদের ঋণ কোনোদিনও।
আবার ঋণী থাকতেও ভীষণ অপরাধ বোধ হয়।-
আমার প্রশ্রয়ে তোমার প্রতিবিম্ব,
স্বপ্নপূরণ উল্টো ক্রমানুসারে,
একাকীত্ব পোষা রোমান্টিক সুরে,
ঋণশোধের স্বাদে দাবানলে পরজন্ম।
@ দীপ @-
জীবনে কিছু ঋণ এমন থাকে, যা কোনোদিন শোধ করতে নেই।
সে ঋণ শোধ হয়ে গেলে, বেঁচে থাকার উদ্দেশ্যটাই শেষ হয়ে যায়।-