ভাগ্য   (✒ ভাগ্য)
51 Followers · 34 Following

সকলেই কবি নয়, কেউ কেউ কবি
Joined 19 September 2020


সকলেই কবি নয়, কেউ কেউ কবি
Joined 19 September 2020
10 FEB 2022 AT 8:29

কোনো এক অকাল বসন্তে যদি দেখা পায়
না জানি ভুল করে কি নাম দিয়ে বসব।— % &

-


10 FEB 2022 AT 7:51

Your soul is your property, do not allow anyone else to control it and its feelings.— % &

-


1 FEB 2022 AT 14:21

চালু করলে এই রকম বলছে— % &

-


1 FEB 2022 AT 14:14

আমার YQ টাকা না দিলে মনে হয় আর চালানো যাবে না।
Mail করেছিলাম তার উত্তর এই। এই রকম সমস্যা কার কার হচ্ছে? — % &

-


1 FEB 2022 AT 11:30

মৃত্যু যেখানে অবসম্ভ্যাবি জীবন এড়াতে পারে কে?
জীর্ণ হাতে শিকল পরা; সেই বাঁধন খুলে কে?— % &

-


31 JAN 2022 AT 22:22

মিলিয়ে গেলে আলো জীবন রেখায়,
চিহ্ন গুলি থেকে যায়।
অস্তিত্ব হারা পথের পথিক
শত দরজায় ঠোকর খাই।
— % &

-


18 JAN 2022 AT 22:49

সত্যি কেউ কারো চোখ দেখলে শান্তিতে ঘুমিয়ে যায়,
আবার কেউ ওই একই মানুষের চোখ দেখলে
রেগে আগুন হয়ে জ্বলতে থাকে।
বড়োই বিচিত্র।

-


16 JAN 2022 AT 23:06

আগে নিজেকে নিজের ভালো টা দেওয়ার চেষ্টা করো,
অন্য দিয়ে সুনাম অর্জন করে ভালো সাজার কোনো মানে হয় না।
কারণ নিজের ভালো না হলে অন্যের ভালো করা যায় না

-


14 JAN 2022 AT 8:25

মৃত্যুর আভাস মৃদু হেসে চলে যায়
গায়ে লাগে না।
হাতের রেখাও আর পালটে না

-


13 JAN 2022 AT 22:24

এ চিঠি তোমার জন্য রাখি
হৃদয়ের বেদনার সকল আধার জুড়ে।
আকাশের বুকের মাটি খুঁড়ে খুঁড়ে
তোমার উত্তরের প্রতীক্ষায় সংগোপনে রং মাখি ।

-


Fetching ভাগ্য Quotes