-
আয়নায় নিজকে দেখিয়া ফুল নেচে নেচে কহে
"আমার থেকে সুন্দর পৃথিবীতে আর কেউ নাই"।
ফুলের নাচন দেখিয়া আয়না মিঠি মিঠি হাসে
"তবুও তোর ঠাঁই সেই দেবতার পায়ের তলায়"।-
সময়ের অবাঞ্ছিত প্রভাবে চেনা অবয়ব
আজ স্মৃতির আয়নাতে ;
ইচ্ছের ঘরে শায়িত আবেগের ধ্বংসাবশেষ
মনস্তাপের জীবন্ত লাভাতে !-
গুন গুন সুরে তোমায়-
যেই না ছুঁতে মন চায়,
মনের ভাঙা আয়না,
গভীর ক্ষতটা মনে করিয়ে দেয়।-
আয়না
আয়না হল মানুষের প্রকৃত বন্ধু!
যার সামনে হাসলে সেও হাসে
কাঁদলে
সেও কাঁদে কিন্তু আঘাত করলে;
আঘাত করেনা বরং
নিজেই
ভেঙে যায়....!
-
এই সম্পর্কের থাকে না যে সীমানা,
বন্ধু সেই, যে তোমার হৃদয়ের ভাল লাগার সুর - তাল - লয় জানে। সেই সুর তুমি হারিয়ে ফেললেও, সে তোমায় মনে করিয়ে দেয় প্রতিবার।
আয়না এবং ছাতার মতো বন্ধুত্ব হোক চিরকালীন কারণ আয়না কখনও মিথ্যে বলে না এবং ছায়া কখনও সঙ্গ ছাড়ে না।-
জীবন আপন কাটছে ছড়া,
সবাই বলছে ভুলে ভরা।
মানবো কেন নিজের দোষ?
ধরলে ভুল করবো ফোঁস।
আয়না দেখি চোখ রাঙায়,
আঙ্গুল তুলে ভুল ভাঙায়।
তখন খুঁজে নিজেকে পাই,
হোঁচট খেয়ে সামলে যাই।-
সুখ কে হারিয়েছি আমি শরতের মৃদু হাওয়াতে,
খুঁজে পাইনি আজও ঘুরি সন্ধানে ফিরি পথে ।
দুঃখ পেয়েছি নিশীথের প্রতি রাতের শেষ প্রহরে
নগর প্রান্তর বিস্তর ব্যবধান তবুও বিশ্বাস মোর ।।
বিশ্বাস জুড়ে খুঁজে বেড়াই লাগিয়ে মনে সুখের আশ
ধৈর্য বিনা হারিয়েছি মৃদু আঁচে সুখের শত বাস ।
দিনের প্রত্যুষে নির্জন অরণ্যে খুঁজি সুখের সন্ধানে
কালবৈশাখীর ঝড়ে হারিয়েছি গোধূলির গর্জনে ।।
কালো মেঘ করেছিল গ্রাস ছোঁয়া যায়না ছন্দপতন
সুখের সন্ধানে দুঃখের সাথে বাঁধিয়া ঘর হয়েছে পতন ।
উই পোকা ধরেছে শীশম কাষ্ঠে সাগুন হয়েছে ক্ষত
কিসের কষ্ট কিসের দুঃখ এইতো হয়ে গেল বর্ষ কত ।।
পাহাড় চূড়ায় রাঙিন সুখের ময়ুরী সুখের ছবি আঁকে
নিঃশ্বাসে প্রশ্বাসে মৃদু তালে রক্ত খঞ্জর মারে বুকে ।
সুখ বলে, হায়রে জীবন অন্ধকারে হারিয়েছি সারাজীবন,
সুখ দুঃখের রেখেছে হিসাব মিথ্যা বলেনি তো আয়না ।।
Panchanan Maiti,,,30/09/748🌺🌺🙏🙏
-