আমার পরাজিত দুচোখের ক্লান্তি যেদিন তোমার পরাজিতের দীর্ঘশ্বাসে মিশে যাবে, সেদিনই খুঁজো তুমি আমায় সেদিন আবার তোমার সাথে দেখা হবে।
-
আজ আমার জন্মদিন,😋💕
সাফল্য পাওয়ার জন্য পথে নেমেছি।
আমার জন্মদিনে,সাফল্য পাওয়ার একটি ভিন্ন মতের উপদেশ দিয়ে যাবেন।প্লিজ🙏🙏-
আমি কখনো চাইনা,
তোর স্বপ্নের রাজপুত্র হতে!
আমি শুধু চাই তোর স্বপ্ন হতে...
-
হাজার গল্পের মাঝে আমার গল্প আজ নগ্নপ্রায়। কোথায় যেন আবেগের আচ্ছাদনে ঢেকে থাকা "আমি"টা আজ খুবই কঠোর হয়ে গেছি। কোথায় যেন মোমের মতো গলে যাওয়া মনটা আজ তপ্ত কথার আঁচে নিজেকে সেঁকে প্রতি নিয়ত। ঠোঁটের কোণ ঘেঁষে গড়িয়ে পড়া সোহাগ, আজ যেন ছলনার দ্বারা ধর্ষিতা। ভাবনার স্বচ্ছ সরোবর আজ যেন কেবলই নোনা জলের সাগরে গিয়ে মিশেছে। শিশুসুলভ ভরসারা আজ কবরে নিশ্চিন্তে ঘুমোচ্ছে চিরদিনের মতো। আর এই নতুন "আমি"টা....হয়তো আজও খুঁজে চলেছি এমন একটা মন........যার আদ্যান্তে থাকবো শুধুই 'আমি'....
"আমি এমন একটা 'তুমি' চাই;
যে তুমিতে 'আমি' ছাড়া অন্য কেউ নাই"....
-
তোমাকে সমুদ্র জল,
সু উচ্চ পাহাড়,ঝরনা,
ছায়া শীতল বাঁশ বন
ফাঁকা মাঠ ধু - ধু প্রান্তর
কিছুই দিতে পারলাম না,
অসীম শুন্যতায় ভরিয়ে দিলাম তোমার দ-ুমুঠো...
প্রবল বর্ষায় পাহাড়ের কার্নিশ দিয়ে হেঁটনা,
ধ্বসে যাবে স্মৃতির কঙ্কাল...
জননীর নিখোঁজ ডাক, কন্যার অভিমান-অনুরাগ
কিছুই এখন নেই।
দরজার ওপারে বার-বার টোকা দেয় অজানা
আগন্তুক,
কে ' এলো ?
ধর-ফর করে ওঠে বুক...,
খুলে দেখি দরজা ; নেই...কেউ নেই.....
যে আছে , সে আয়নায় আমারই মুখ...!
-