অনুভূতির প্রলাপ লেখা ঠিকানায়
যা কিছু জন্ম দিতে পারি মাতৃস্বত্তায়,
ত্যাগের আনন্দের শীৎকারে স্খলন,
সবটুকুই পেলাম।।
কিছুটা খুন হওয়ার টাটকা রক্ত উদগীরণের স্রোত।
কিছুটা মৃত লাশের উত্তপ্ত ছাইতে নোনতা বাষ্পের বুদবুদ ধোঁয়া,
তোমাকে আপন ভেবে জড়িয়ে ধরার ইচ্ছার প্রকাশ,
কিংবা অহল্যার সমাধিতে নিত্য বাস,
উজার করে দিলাম।
নাকি পেলাম,
কবরে রাখা গোলাপের প্রতিশ্রুতি,
বর্ণপরিচয়ের অক্ষরজ্ঞান থেকে চিত্রগুপ্তের খাতায় বর্ণনা
যা কিছু ছিল সবই উজার করে দিলাম,
নাকি পেলাম তোমার ঠিকানায়।।
-
এমন এক বিকেল আসুক.....
বেদুইনদের চোখের স্বপ্ন আর একরাশ মেঠোফুল আমার না ফুরোনো উদ্ভট ছেলেমানুষি
তার বুকে আবদারের গল্পেতে থাকুক মশগুল।।
এক যুগ না পাওয়ার হিসেব
মুহূর্তে মাখুক তৃষ্ণার্ত আদর
তার গন্ধে মাখা আমার অভিমানী চোখের জল
না বলা শব্দের বাঁধভাঙ্গা কথোপকথন ।
আর আমাকে আগলে তার দু বাহুর বেড়াজাল।-
পংক্তিতে পংক্তিতে ছড়িয়ে থাকবে আমার ব্যর্থতা। ঘৃণা করতে না পারার।
একা হতে না পারার ।
তোমাকেই মনে করার এই ছেলেমানুষি অভ্যাসে।-
তারপর একটা সময়ের পর অভিজ্ঞতা শেখায়
আসলে সেভাবে কেও হারিয়ে যায় না।
দরজা বন্ধ করলেও ফোঁকর থাকবেই
চেতনায় কিংবা অবচেতনে
হারিয়ে যাওয়া হয় না কোথাও।।
-
পোড়ানোর জন্য কে বলল শুধু আগুন লাগে??? অনুভূতিও মানুষকে পুড়িয়ে ছারখার করে দিতে পারে!!
-
'নীরবতা' _আসলে অসংখ্য হাহাকারের অবমাননার পর নেমে আসা একটি পর্দা সমার্থকে অবগুণ্ঠন।।
-
বুকের বাঁ দিকের যন্ত্রণাটা ঐ গল্পটাই বলে ভালোবাসা এখন ও খাঁটি হয়, সবটা কাল্পনিক নয় কবি।
-
অপরাহ্নের ঝিমানো আলোটা
ভালোবাসা পেলে ঠিকরে ছড়ায়
হীরক দুত্যি সম,
আর না পেলে
অন্ধকারের চেয়ে ও ভয়ানক,
না পেরোনো যায় অন্ধকার
না ফেরা যায় আলোয়।-