QUOTES ON #YQDADACHALLENGEACCEPTED

#yqdadachallengeaccepted quotes

Trending | Latest
28 OCT 2020 AT 20:22

তাকে আমি ডেকেছিলাম ভাই বলে,
কোন সম্পর্কে? সে আমায় প্রশ্ন করে।
রক্তের সম্পর্ক না হলে বুঝি ভাই হওয়া যায় না!!
নাকি ভাই হলে দায়িত্ব অনেক তার ভার নিতে চায়না।
ভাই মানে তো অনেক আদর অনেক খুনসুটি,
ভাই মানে তো দিদির চোখের আখির তারা দুটি।
ভাই মানে তো পুতুল ঘরের বোনের খেলার সাথী,
পুতুল বিয়ের পাতার লুচি খেয়ে বলে মিষ্টি!!
দুপুরবেলা ছাতের থেকে আচার চুরি করা…
বোনকে বাঁচাতে সব দোষ নিজের ঘাড়ে নেওয়া।
বোনের বিপদ দেখলে পরে ভাই হয়ে যায় ঢাল,
শত প্রেমিকের থেকেও বড় একটা শুধু ভাই।
ভাইয়ের চোখে জল দেখলে বোনের চোখেও জল,
ভাইয়ের মুখে দেখলে হাসি বোন খুশি ঝলমল।
ভাই মানে একটা আকাশ বোনের ছত্রছায়া,
বোন মানে হাজার খুশি ভাইয়ের স্নেহ মায়া।
ভালো থাকুক সকল ভাই, বোনের এইটুকু চাওয়া…
যমের ঘরে কাঁটা দিয়ে ভাইয়ের আয়ু চাওয়া।
সকল বোনের স্নেহের ডোরে বাঁধা থাকুক ভাই,
রক্তের বন্ধন নাইবা হল প্রেমের বাঁধন চাই।
ভাই বোনের সম্পর্ক সবার থেকে সেরা,
কোন কিছুর বিনিময়ে যায় না তাকে হারা।

-


25 AUG 2020 AT 10:00

এই ছেলে তোর দেশে যাবো,নিয়ে যাবি?
ওই দূরে তোর গ্রামটি নাকি রঙের ছবি!!
সূর্যের এসে আলো ছড়ায় ভাঙ্গা ঘরের পাঁচিল টিতে,
আমিও না হয় বসবো সেথা মিষ্টি আলোয় আঁচল পেতে।

এই ছেলে তুই নিয়ে যাবি,শীতল ছায়া তোর গ্রামেতে?
পথের ধারে গাছের সারি ফুল বিছানো আছে তাতে।
আমিও না হয় ফুল কুড়াবো সাজি ভরে তোর সাথে তে,
রঙ বাহারি ফুলের সাজে সাজিয়ে দিবি মোর খোঁপাতে!!

এই ছেলে তুই নিয়ে যাবি নদী ভরা তোর গ্রামেতে?
কলসি কাঁখে বধূরা যায় জল ভরতে সেই নদীতে।
আমিও না হয় বসবো গিয়ে জল থৈ থৈ নদীর ঘাটে,
একটা একটা ঢেউ গুনবো উছল ধারা নদীর বুকে।

এই ছেলে তোর সঙ্গে যাবো,সূর্য ওঠা ভোর দেখতে।
আলতা পায়ে মাখবো শিশির গালিচা পাতা সবুজ ঘাসে!!
হেঁটে যাবো গাঢ় সবুজ ধানের আলের পথে পথে.....
সেই সকালে মুগ্ধ চোখে হাতটি তুই রাখবি হাতে।

-


11 MAR 2018 AT 13:51

"আমি এক যাযাবর"।
প্রত্যেক প্রহরে,
কবির অগোচরে,
জাহাজ চালাই মানচিত্র বরাবর।
"সিংহল সমুদ্র থেকে মালয় সাগর। "

-


18 OCT 2020 AT 11:04

দ্বন্দ্বে দ্বন্দ্বে ক্ষতবিক্ষত, মনের সীমান্তে একা…
ফিরে এলাম তাদের কাছে, ঘু্চাতে মনের ব্যাথা।

পুরোটা পড়তে caption-এ চোখ রাখুন
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

-


8 OCT 2020 AT 20:30

আমার মরণ পরে ফেলো দুফোঁটা চোখের জল,
সমাধিতে সাজিয়ে দিও কিছু রজনীগন্ধা ফুল।

-


14 JUL 2020 AT 17:45

বনের আগুন সবাই দেখে,
মনের আগুন যায় না দেখা.....
যন্ত্রনাতে হৃদয় দেখো,
দগ্ধে দগ্ধে পুড়ছে একা!!

-


27 NOV 2020 AT 19:50

ধুলোমাখা পথে, রয়ে গেছি আমি
পাপড়ি ঝরা ফুলের মত,
সৌরভ কবেই হয়েছে বিলীন…
জেগে আছে শুধু কাঁটার ক্ষত।
অপেক্ষাতে প্রহরগুনি, আসবে কবে রাজার রাজা!
বলবে এসে মুচকি হেসে, সাঙ্গ হল তোমার খেলা।
চলো এবার আমার সাথে, যেথা নাইকো মৃত্যু নাইকো জ্বরা।
সেইখানেতে আমার দেশে, থাকবে তুমি আমার রাজা…
ভক্ত আর ভগবানে , খেলবো মোরা নতুন খেলা।

-


19 OCT 2020 AT 10:23

আচ্ছা" আমি যেদিন চলে যাব এই পৃথিবী ছেড়ে…
সেদিন কি তুমি কাঁদবে? আমায় মনে করে।
আমার চলে যাওয়া পথের পানে চেয়ে চেয়ে…
বুকখানি কী গভীর ব্যথায় দীর্ঘশ্বাসে ভরবে?
আমার নিথর দেহ খানি কি ঢাকবে ফুলে ফুলে?
চন্দনে কি সাজিয়ে দেবে আমার ললাট জুড়ে?
সুগন্ধি ধূপ জ্বেলে দেবে আমার শিয়র পরে!
আমার অঙ্গ খানি ঢাকবে কি শুভ্র বসন দিয়ে?
চরণ দুটি রাঙ্গাবে কি অলক্ত রং দিয়ে?
ওই দেখো!! চোখ দুখানি উঠলো ভরে জলে!...
কাঁদছো কেন? এখনো তো যাইনি আমি চলে।
আচ্ছা বাবা ঘাট হয়েছে, বলবো না আর এমন কথা!
তোমায় ফেলে যমের ঘরেও যাবনা আর একা একা।
এবার একটু হাসো দেখি, মেঘ কেটে যাক মনের ঘরে…
তোমার মিষ্টি মুখের পরে খুশির আলো পড়ুক ঝরে।

-



সুখ ছুঁয়ে যায় তোমার মতো এসে,
খানিকটা আবেগ খানিকটা ভালোবেসে|
একলা চলার হাইওয়ের মাঝে,
তোমার নরম পেলব পরশ জড়ায় পরম আবেশে|
মন মাঝির নিরুদ্দেশ পৃথিবীর ঠিকানা,
আমি হারিয়েছি ধ্বংস হয়েছি পাড়ি দেবো অজানা!




আমার একলা থাকার দেশ,আজ আমার বাজে অভ্যেস |

-


6 NOV 2020 AT 18:32

কান্না গুলো কান্না ঘরে
লুকিয়ে চল আসি।
মিষ্টি করে ঠোঁটের কোণে
ঝুলিয়ে রাখি হাসি।

চল হাতে হাত রাখি,
বলি ভালোবাসি।

কষ্টগুলো ভুলে গিয়ে…
চল একসাথে বাঁচি।

-