Shahzaad Meer   (তুঘলক)
179 Followers · 22 Following

জঙ্গলের প্রাচীন প্রবাদকার
Joined 22 January 2018


জঙ্গলের প্রাচীন প্রবাদকার
Joined 22 January 2018
19 JAN 2020 AT 11:15

সহস্রাব্দ শেষে-
কত সরস্বতী, সভ্যতা ছেড়ে ঊষর থরে মেশে।

-


10 JUN 2019 AT 1:30

.... ভাঙতে ইচ্ছে করে।
ভাঙতে ইচ্ছে করে....
ভাঙতে... ইচ্ছে করে।
ভাঙতে ইচ্ছে... করে।


কখনো কখনো...শূন্যস্থানটাও।


~শজারু / তুঘলক

-


8 JUN 2019 AT 18:35

চড়তে চড়তে চড়ক।
নামতে নামতে নরক।।

-


30 SEP 2018 AT 19:14

কিছু অভিমান শ্যাওলার মত খানিক।
আটকাবে বলে, ঝাঁপায় ভরা গাঙে।

লোহিত সাগরে হঠাৎ জাগা দ্বীপ।
মানচিত্রের স্বপ্ন কখনও ভাঙে। .....

-


2 MAY 2018 AT 0:58

লক্ষাধিক নান্দনিক অকাল প্রয়াণে,
প্রতি রাত জানে বেঁচে থাকার মানে।

-


17 APR 2018 AT 22:16

সমান্তরাল কোন এক পৃথিবীতে,
আসিফা মন্দিরে ঢোকে পুষ্পাঞ্জলি দিতে।

-


26 MAR 2018 AT 8:32

আপনার কি লেখা হচ্ছে না?
ভাবছেন " Writer's Block"?







5/10/13 থেকে দিদি নবান্ন য় বসছেন।







-


11 MAR 2018 AT 13:51

"আমি এক যাযাবর"।
প্রত্যেক প্রহরে,
কবির অগোচরে,
জাহাজ চালাই মানচিত্র বরাবর।
"সিংহল সমুদ্র থেকে মালয় সাগর। "

-


10 MAR 2018 AT 14:32

ত্রেতা থেকে আড়চোখে দেখেন রঘুপতি।
কলিকালে ভু ভারতে 'রামের সুমতি'।।

Surreality দেখে ফেল হন Dali।
লেনিন, সরণি পান, শ্যামা পান কালি।।

-


2 MAR 2018 AT 0:39

তোমার মনের অক্ষশক্তি জুড়ে,
জায়গা হয়নি আমার কোন শিবিরে।

আমার হোলি প্রত্যেক দিন জলরঙা আবীরে।

-


Fetching Shahzaad Meer Quotes