আবারো আসছে সেই অনুভূতি,
পিঠ ভেজা সেই, একঘেয়েমি ঘাম।
প্রশ্রয়ের তাপমাত্রা কানে ভরবে,
শুধুই তোমার নাম।-
বসন্তের সকাল মানেই মিঠে শীতলতায় ঘুম ভাঙা
ভেজা ভেজা মাটির সোঁদা গন্ধে মন মাতাল হওয়া |
কোকিলের অনর্গল কুহু তানে ভালোবাসার ছোঁয়া
আড়মোড়া ভেঙে নতুন দিনে নিজেকে খুঁজে পাওয়া|
নরম রোদ আর পাখিদের ওড়াউড়ি ব্যস্ততার সঙ্গত
ভেসে আসা ফুলের গন্ধে স্নিগ্ধতা বলে যায় সুপ্রভাত|
-
সেই অনুভূতির তাপমাত্রা
পিঠ ভেজা একঘেয়েমি ঘাম
লকডাউন আমাদের দুরত্ব রেখেছে
মোছাতে পারেনি আজও তোর নাম।-
সেই অনুভূতির তাপমাত্রা
পিঠ ভেজা একঘেয়েমি ঘাম
লকডাউন আমাদের দুরত্ব রেখেছে
মোছাতে পারেনি আজও তোর নাম।-
হারিয়ে যায়নি আমি
হারিয়ে দিয়েছো তুমি,
হাজার নতুনের ভিড়ে
কখনো তো খুঁজে দেখনি
আমায়,যদি খুঁজে দেখতে
তাহলে হাত বাড়ালেই
খুব সহজেই আমায় পেতে।
-
শরীরের নোনা জলে তোমায় ভালোবাসা যাব এঁকে,
আদরের ভাঁজে ভাঁজে আমার নাম শুধু যাব লিখে।-
খামখেয়ালির ভোরবেলা,দরজাটুকু;
যেই খুলেছি আজ
পালায় দেখি একমুঠো রং
ভারী পেয়েছে লাজ।
জুঁই-গোলাপের মনখেলা, ফুলবাহারে;
জড়ানো আলোর গান,
সূক্ষ তুলির সুখ-চোবানো
নিমেষ খুশির টান।
খামখেয়ালির ভোরবেলা, না-দরজায়;
লজ্জা উধাও যেই,
সুখ পোহানো ফুলবাহার...
রাত্রি কোথাও নেই।
---
সুজান মিঠি
-
যাচ্ছে কেটে এক একটা দিন
জীবনের খাতা থেকে
কিছু ভালো কাজ করে যেতে হবে
এই পৃথিবীর বুকে।
সুপ্রভাত।-