ওই দিকে তোমার বসন্তে উল্লাসিত মন ।।আর
এই দিকে আমার সবটাই ভরা শ্রাবণ।।
-
12 AUG 2019 AT 10:58
কীসের ভেদাভেদ ধর্ম নিয়ে
ঈশ্বর তো এক তার অনেক অবতার
দেখো আজ মাতছে কেউ খুশির ঈদে
কারোর আজ শ্রাবণের শেষ সোমবার।।-
23 APR 2020 AT 19:24
তোমার পাড়ায় বসন্ত নেমেছে
নতুন প্রেমের উত্তাপ,
আমার পাড়ায় শ্রাবণ এখনো
সারা বছরই নিম্নচাপ।
-
22 JUL 2017 AT 15:23
শ্রাবনের ধারা, ঝিঁঝির গান -
কাগজের নৌকা ভাসানো;
আমার অলস বৈকাল ||
✍―লিম্পা-
8 AUG 2019 AT 10:17
দুর্বার বারবার ঝরেছে নিঝর ,
শাওনে আনমনে শান্ত শহর ।
অস্ফুট ইচ্ছা ফুটে যায় মুখে
সবুজ পেয়ালা ভরা অমৃতসুখে ।
ফোঁটা দুই ঠিক ছুঁই বসে বাতায়নে ,
সমীরণ বয়ে যায় ধীরে ধীরে মনে ।-
6 MAY 2018 AT 12:51
কোন এক বিকেলে যদি একা ফুটপাথ দিয়ে হেঁটে যাস , আর যদি কোন শ্রাবন্তিকা তোর চুল ভিজিয়ে ভ্রূ বেয়ে , তোর চোখ ছুয়ে , চিবুক থেকে ঝরে পরে ফোঁটা ফোঁটা হয়ে। আর যদি তোর কলমের বিদ্রোহ হয়ে খাতায় হানা দেয় , দাগ বসায় তবে আমি সেই শ্রাবণের কিউমুলনিম্বাস হবো ।
~মেঘ~-