সুরে সুরে নেভে যায় একে যাই মনে
প্রিয় তোমার কবিতা আমার মনে মনে
হৃদয়ের বাসি টা শুনছি কানে কানে
শব্দের ওই সাগরে ভাসছি প্রেম ডাকে
❤️...
"Facts are many but the truth is one "
Happy Birthday the great writer
#RabindranathTagore❤️
-
ফেরত চাইনি সে শহরের উপকথা,
দূরত্ব জানে প্রেম চেয়েছে ঘর।
কত আলোকবর্ষ ফিরিয়ে দিয়েছি তোমায়,
বরফ সমাধি গোলাপ অতঃপর।।-
অবহেলা হৃৎপিণ্ডে বসে থাকে-
চোখের উপর উপুড় হয়ে শুয়ে থাকে তুলসী পাতা!
তেঁতুল গাছ ছেড়ে চোখ তোমাকে অনুসরণ করছে...
মন চলে গেছে অনেক অনেক দূরে....
এক চিলতে সিঁথি ও সামাজিক ব্যাকরণ,
হাঁপানি মনেরও হয়।
মানুষের অনেক দল অনেক রং
সব মিলে মিশে এক হয়ে যায় বেলা শেষে।-
এই অস্থির মন সস্তা যখন,
তোমায় কাছে পেয়েও
কী জানি আবার হারিয়েছি কখন ?
তুমিই দূরত্ব,তুমিই স্মৃতির অনুরণন।-
কিছু ভেবে পাচ্ছিনা
কি কবিতা লিখবো আমি
মনের ঘরে
নতুন নতুন স্বপ্নেরা
মেলেছে ডানা সমাজের কাছে
মলিন আলোয়
মন আর চায়না
তোমায় কাছে পেতে বায়না
তবুও আয়না
রাত চরা পাখিটা
যেতে চাই চাঁদের বুকে
অলিন সুখে
হারিয়ে গেছে বালিশ
মাথার থেকে বহু দূরে
অজানা সূরে-
প্রিয় মেঘ সব জানে আমাদের কথা-
তবুও রাগ,ভিজে রাস্তা, নোনা দিঘি,
ফুলের প্রতিবেশী,গলি পথ, ঝুল বারান্দা,
শীতল হাওয়া, আগুন মন,চাতক চাউনি
মনে জমে অনেক কথা,
তবুও চোখে-ঠোঁটে মেঘ জমে,ভীষণ নীরবতা।-
তোমার চতুর্দিকে এক দল শীর্ণকায় কবি
তুমি তাদের মাঝে বন্দি,
শিল্প ,রাজার বাগান বাড়িতে বসে
পান চিবানোর সময় এটা নয়।
এক ঢোক করে মদ গিলে,কামার্ত যৌবন গুলো
চোখে ঝিলিক মারে।
তোমার সেই নারীকে ইচ্ছা মতন নগ্ন করো।
হাত বোলাতে থাকে প্রকৃতির কোলে
হাত বোলাতে থাকে যোনিতে ,এরপর
প্রবল ক্ষুধায় মুখে পুরে নেয় মাই
চুষতে থাকে,চুষতে থাকে সমস্ত অক্ষর।
ওদিকে একটা একটা করে সাপ গুলো ফণা তুলে দাড়িয়ে আছে, রক্তের পোকাগুলো তৈরি হচ্ছে
শেষ প্রস্তুতি নিচ্ছে, এখনই আগুনে ঝাঁপ দিতে হবে
রাজা সামনে বসে সব উপভোগ করেছেন,
তবুও তিনি আগুন কে বস করতে পারেন নি,
কিন্তু ওই সকল কবি,বেশ্যা,
ও নেশাখোর কবিতারা তার বশে।
দুটি হৃৎপিন্ড খুব জোড়ে জোড়ে রক্ত পাম্প করতে থাকে,
ফুসফুস নাকের কাছে চলে আসে
তারপর, পোকা আগুনে ঝাঁপ দেয়,
ধপ করে জ্বলে উঠে আগুন নিভে আসে ক্লান্ত নিঃস্বাস বুকের উপর এলিয়ে পড়ে,ঠোঁটে একগাদা ঘাম আর থুতু
সিরীসৃপ গুলো একটু জিরিয়ে নেয়,
টপ টপ করে কবিতারা ঝরতে থাকে
একের পর এক এই ভাবে উড়ে যায় মাছি।
মদের গ্লাসের অনেক গল্প বন বন শব্দে ঘুরতে থাকে।
তারপরে তারা দেবতার সভায় নৃত্য করতে থাকে,
এ নাচ উপভোগ করেন কে ?-
কেন কুয়াশায় ঢাকা আলসেমি ভোর হয় ?
এখানে কেউ আপন নয় ,
তবু পাশে থাকতেই হয়,
সময়ের অন্তরালে প্রিয় মানুষ, ঋতুর মত বদলে যায়,
হাওয়া বদলে' শুধু মনের অসুখ -অবিশ্বাস
বিকেলের ছায়ার মত বেড়ে-বেড়ে
নিজের সঙ্গে যায়।
সব প্রিয় ফুল শুধু একা তোমার নয় ..!-
গভীর সাগরের তীরে,
সারাটা জীবন হারিয়ে দিলাম,
তোমায় ঘিরে,
তুমি আমার জীবন ওগো, তুমি আমার ভবন,
আমার এই প্রেম-ভালোবাসা তোমায় ঘিরে আগমন..
কখন যেন ফুরিয়ে গেলাম,
তোমায় পাবার আসায়.
শখা তোমায় খুঁজে পেলাম,
ওগো প্রেম প্রেম নেশায়...-