আবার যেন বৃষ্টি হল,
তোমার নয়ন জুরে,
গাল গুলো যেন লিখল গান,
কাজলের ওই সুরে।।-
চোখের কোণে জল আর ঠোঁটের নীরবতা..
মনের ভাষা লুকোতে জানান দেয় ভালোবাসা ।।
-
পুরোনো বালিশ, নতুন নালিশ
চোখের জলে ভেজা তুলো
প্রশ্ন করে সিক্ত চোখ
নতুন করে এই বেদনা,
কেন আবার আমায় ছুঁলো।।-
আমি এখন গান গাইতে পারি,
কবিতা বলতে পারি..
আঁকিবুকি করে ভরাতে পারি
ডায়েরির শেষ পাতা -
ধর্ম নিয়ে স্লোগান দিতে পারি,
জাতি নিয়ে গর্ব করতে পারি,
প্রতিশ্রুতি দিতে পারি
পাশে থাকার..
কিংবা ভালোবাসার !
আমি গল্প বানাতে পারি,
আমি ভরসা জোগাতে পারি -
পিছন থেকে মারতে পারি ছুরি !
আমি শ্রাবণে ময়ূর হতে পারি,
বসন্তে হতে পারি কোকিল -
আবার চাতক হয়ে চাইতে পারি
একটুখানি জল -
আমি আজ অনেক কিছু পারি,
হ্যাঁ,অনেক কিছুই পারি -
তবু তোমার চোখের জল মোছাতে
পারি না.. ॥
-
চোখ ভরে জল এলো
বৃথা তবু কাঁদা!
যে ভালোবাসে না
তাকে কেন বাঁধা!
তবুও এতো কেন কষ্ট
খুঁজি অকারণ!
কতো অবহেলা সত্ত্বেও
কি তীব্র আকর্ষণ!
চোখ ভরে জল এলো
বুক ফাটা রোদন!
সে যে বুঝেও বোঝে না
কি বিচিত্র আমার মন!
🍁সীমা🍁
-
নীরবতা অনেক সময় কথা বলে ওঠে,
কিন্তু সেগুলো বোঝার ক্ষমতা সবার থাকে না।-
"Thanda legeche? Bhijechili bujhi? " Han re bhijechilam tobe brishti te na chokher jole.
-
আঘাত আমি সামলে নেব!
মন খারাপ আমি ভাল করে নেব!
ভালোবাসাকে আমি কখনও ভুল বোঝাবনা!
নিজের মনকে আমি কখনও খারাপ হতে দেবনা!
আমি মানুষটাকেও বদলাতে দেবনা!
যেমন হাসি খুশি ছিলাম তেমনি থাকব!
যেমন যত্ন নিতাম আপনজনদের আজও তাই নেব!
যেমন ভাবে ভাল রাখতে চাইতাম তাদের তেমন ভাবেই ভাল রাখব!
যেমন ভাবে ভালোবাসতাম তাদের তেমন ভাবেই ভালোবাসব!
আঘাত আমাকে শক্ত করবে, ভাঙতে পারবেনা!
চোখের জলও ধরা পরবে, জানবে সেটা ভালোবাসাই!
যেমন মিথ্যে মানুষটা ছিলাম না আমি, আজও হতে দেবনা!-
প্রেম তোমার বুঝতে গেলে মীরার মতন হতে হবে;
কভু অশ্রুপান করতে হবে, কভু বিষপান করতে হবে-