🍁 শুভ নববর্ষ 🍁
দেখো আমরা কেমন আছি, ভালো আছি কতো
আমরা দেখো সাথে নিয়ে চলি সুখদুঃখ যতো!
সুখ, সে তো সুখ নয়, দুঃখ দিয়েই মোড়া
তবুও হাসিটুকু লেগে থাকে মুখে আগাগোড়া!
প্রতিবাদ সবসময় করি নাকো, মনে রাখি জমা
সবার উপরে যিনি বসে তিনি যেন করে দেন ক্ষমা!
আনন্দ করে বেঁচে থাকি, ভাসি না দুঃখে আর
সোজা কথা বোঝাতে গিয়ে হই মোরা জেরবার!
দিন আসে দিন যায়, সময় ফুরায় যে নিমিষে
মোরা হাসি খেলি গান গাই মায়ায় ভরা এ বিশ্বে!
এভাবেই যেনো কাটে দিন, বুকেতে নিয়ে হর্ষ...
সবকিছু ফেলে উল্লাসে মাতি আজ যে শুভ নববর্ষ।
ভালোবেসে আগলে রাখি, ভালোবাসারই নাম...
সকল ছোটোদের স্নেহ দিয়ে বড়দের জানাই প্রণাম।
🙏 সীমা 🙏
-
বাংলা ভাষায় মায়ের গন্ধ
বাংলা নাড়ীর টান!
বাংলা কথা বাংলা ছন্দ
মোদের বাংলা প্রাণ!
বাংলা আমার মাটির কথা
বাংলা আকাশে বাতাসে!
বাংলার ভাইদের রক্ত গাঁথা
ফেব্রুয়ারির একুশে!
বাংলা আমার মায়ের ঠোঁটে
বাংলা মনে প্রাণে!
বাংলা আমার সহজ পাঠে
রবীন্দ্র নজরুল গানে!
বাংলায় আমার লক্ষ শহীদ
বাংলার প্রাণ নিবেদিত!
বাংলা ভাষা আজ আন্তর্জাতিক
সম্পূর্ণ মর্যাদায় অধিষ্ঠিত !
🍁 সীমা 🍁
-
ভালোবাসি বলেই তোমার কাছে নত হই,
প্রতিবারই আমি সেধে সেধে কথা কই,
ভালোবাসি বলেই কষ্টগুলো হাসিমুখে সই,
হাজারো অবহেলার পরও অপেক্ষাতে রই,
ভালোবাসি বলেই প্রেমের বন্যায় বই..
তোমার প্রেমিকা হয়ে চিরসাথী হতে চাই!
ভালোবাসি বলেই তোমার কাছে নত হই..
খোঁজ নিয়ে দেখো, আমি এতটাও সস্তা নই!!
🍁 সীমা 🍁-
সত্যি ভালোবাসায় চুমু আসে পিছু-পিছু ...
ভালোবেসে চুমু খেলে নয়তো দোষের কিছু!!
ভালোবাসলে চুমু দিতে হয় চেটেপুটে ...
চুমু ছাড়া ভালোবাসা কেমন যেনো বিদঘুটে!!
🍁 সীমা 🍁
❤️ happy kiss day ❤️
-
দিকে দিকে আলোক মালায়
ঝলমলে অলি-গলি!
আজকের দিনে জানাই সকলকে
শুভ দীপাবলি!
🍁 সীমা 🍁-
।। আসছে ঋতু শীত ।।
বছর প্রায় শেষের দিকে
কুয়াশা মাখা ভোর!
ঠান্ডা ঠান্ডা আমেজ নিয়ে
কাটছে ঘুমের ঘোর!
ধুলো ধোঁয়ায় ঢাকছে শহর
স্বচ্ছ-বায়ু আজ অতীত!
চুপিসারে তাও দিচ্ছে জানান
আসছে ঋতু শীত!
আসুক শীতের মিঠে রোদ
ছড়াক নরম আলো!
পাতা ঝরার দিন গুলো
কাটুক সবার ভালো!
সারা বছর কেটেই যায়
ঋতুর রকম ফেরে!
শীতটা এখন দেয় ফাঁকি
উষ্ণায়নের জেরে!!
🍁 সীমা 🍁
-
স্বপ্ন থাকুক দু'চোখ বেয়ে
প্রেমিক হয়ে এলে!
আমার চোখের ঘুম নিয়েছে
ওই দুষ্টু-মিষ্টু ছেলে!
রাতের আকাশ তারায় তারাময়
চাঁদের পাশাপাশি!
সেই রাতকে সাক্ষী রেখে বলি
ওগো তোমায় ভালোবাসি!
সত্যি বলছি, আজকে তোমায়
ভীষণ মনে পড়ছে!
আদরে সোহাগে বুকের মাঝে
জড়াতে ইচ্ছে করছে!
🍁 সীমা 🍁
-
একটা তুই এইতো সেদিন
শরৎ ভোরে জন্মে ছিলিস!
ছোট্ট-ছোট্ট হাত পা নেড়ে
সারাক্ষণ কাঁদতে ছিলিস!
তুই যে আমার একমাত্র
ছোট্ট সোনা বোন!
শৈশবের খেলার সাথী
পুতুল পুতুল গড়ন!
একটা তুই খুব আদরের
বুকেতে আগলে রাখি!
জীবনের নানান ওঠা নামায়
অহরহ পাশে থাকি!
পরম যত্নে লালন করি
সম্পর্কের এই ঋণ!
বছর বছর আসুক ফিরে
তোর জন্মদিন!!
🍁 সীমা 🍁
-
আজকে পুজোর শেষ লগ্নে
মন বিষাদে কালো!
ফিরছে উমা শ্বশুর ঘরে
নিভিয়ে সারা আলো!
অপেক্ষা আবার এক বছরের
আশা রাখি বুকে!
শুভেচ্ছা ও প্রণাম জানাই
বিজয়ার মিষ্টি মুখে!
🍁 সীমা 🍁
-
ঝড় উঠেছে মনের মাঝে
বড্ড বালি-ধুলো!
বুকের ভেতর দিচ্ছে উঁকি
তোমার স্মৃতিগুলো!
আবার দেখা হবে কিনা
ভুগছি আশঙ্কায়!
মন খারাপে ঘুম আসেনা
শুধু তোমার ভাবনায়!
🍁 সীমা 🍁
-