সুখ সয়নে শান্তি শ্মশানে ।
-
6 JAN 2022 AT 23:03
বিশ্বাস ছিলোনা তোমার মনে,
নেই আমার প্রতি ভালোবাসা।
তবুও কেন তবে তোমার আমার,
মিছে এই যাওয়া আসা।
যেখানে হবার নয় চিরদিনের ঘর,
সেখানে কেন তবে মনে আসে ঝড়?
আশ্বাস দাওনি তুমি এ আমায়,
তবুও কেন আমি স্বপ্ন সাজাই?
হয়তো সবটা আমার ভুল,
শেষ পরণতি, ঝরে যাওা এক ফুল।-
19 DEC 2019 AT 0:44
আজ হাসির কারণ টুকুও শেষ বিদায় জানিয়ে দিয়েছে অতীতে...
আমাকে চিরন্তন একা করে সে চলে গেছে সুদূর ভবিষ্যতে।।
যেখানে আমাদের স্বপ্ন-রা কখনো ডানা মেলে ছিল এক কালে...
সেখানে আজ সম্পর্কের দোহাই দিয়ে কেউ চলে গেলো একা ফেলে।।
-