রেডিও তে সেই চেনা সুর...
আশ্বিনের শারদোপ্রাতে।
উমা আসছেন বাপের বাড়ি...
চার সন্তানকে নিয়ে সাথে।
কাশের মেলায় উজ্জ্বল চারিদিকে...
শিউলি ফুলের গন্ধে মাখা।
চার দিনের আনন্দ আর বছরের অপেক্ষা...
দশমিতে উমা চলে যাবে সবদিক হবে ফাঁকা।।-
" অপেক্ষা "
এই বৃষ্টিমুখর রাত...
সাথে ঝোড়ো হাওয়া।
মন উতোলা হয়ে ওঠে ...
করে তোমার পানে ধাওয়া।।
তুমিও বোধহয় একই ভাবে...
অপেক্ষায় আছো বসে।
রাত পোহাতে হচ্ছে একা...
কখন ফিরবো কাজ শেষে।।
অপেক্ষা করে ক্লান্ত তুমি...
আমার ফেরার আশায়।
এমন প্রাণের মানুষ তুমি...
তুলনা নেই যার ভাষায়।।
-
আপন আপন করতাম যাকে
সেই করলো পর—
এই দুনিয়ার আজব নিয়ম
বেশির ভাগই স্বার্থপর।
ভালোবাসার নামে শুধু
অন্ধকারের মধ্যে ঠেলা,
প্রথম দিকে সব রঙিন লাগে
বোঝা যায় শেষ বেলা।
স্বার্থন্নেষী পৃথিবী টা আজ
পুরোটা মুখোশে মোড়া,
খারাপ সময় এলে দেখো
কেউই নেই, পরিবার ছাড়া।-
সময় জানে আমি কতখানি অবহেলিত...
প্রয়োজন বিনা কখনো হয়নি সম্মানিত।।
নিজের কথা চিন্তা না করে ছুটেছি প্রচুর...
অবশেষে অবহেলায় ভেঙে হয়েছি চুরচুর।।
ভাঙামন নিয়ে বহুবার বলেছি হবো স্বার্থপর...
তবুও উপকার করে যাই সে আপন হোক বা পর।।
ভালোবেসে আপন ভেবে যতোই কাছে যেতে চাই...
স্বার্থ ফুরিয়ে গেলে সবাই ঠিকই দূরে সরিয়ে দেয়।।
-
ফেলে আসা সেই ছোট্টবেলার ক্রিকেট বল...
আজকের সব ছেলেছোকরা বুঝবে কি এর ফল??
জোট বেঁধে খেলাধুলা, জোট বেঁধে বল খোঁজা...
সেই সময়ের আনন্দ টা, বোঝা নাইগো সোজা।।
টিফিনের পয়সা জুড়ে, কিনলাম নতুন বল...
সকাল বিকাল নিয়ম করে বন্ধু খেলতে চল।।
আজকের দিনের ছেলেবেলা মোবাইল চেনে...
যদি পারো আবার সেই ক্রিকেট বল এনে দাও কিনে।।
-
হাত ছেড়েছিল যারা...
আজকে সব ছন্নছাড়া।।
ভেবেছিল শেষ হয়ে যাব...
বুঝতে পারিনি এমনটা হবো।।
তবুও তাদের জানায় ধন্যবাদ...
দেওয়ার জন্য ওই অবসাদ।।
সমস্ত অপমানের হিসেব ভগবান...
করেছেন ঠিক সমান-সমান।।
-
প্রতিবাদী মন যখন অন্যায়ের কাছে
আপোষ করতে বাধ্য হয়...
নিজের প্রতিচ্ছবিটা যখন আয়নার সামনে
দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করে...
ভাবতে খুব অবাক লাগে নিজেকে,
নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকা মানুষটা নাকি
বড়াই করতো নিজেকে প্রতিবাদী বোলে।।
আজ নিজের চরিত্রের সাথেই
আপোষ করতে বাধ্য সেই মানুষটি!!
এটাই এখনকার বাস্তব...!!-
আজ ঝড়ের অভিসারে, আকাশ মেঘে ঢাকা...
তোমায় ছাড়া মনটা ভীষণ চঞ্চল আর একা।।
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর হালকা ঝড়ো হাওয়া...
তোমায় খুব কাছে চাই, এটাই যে বড় চাওয়া।।-
দীর্ঘ অপেক্ষার সমাপ্তি আজ...
দেখবো তোমার বধূর সাজ॥
মালা বদলে করবো আপন...
শুরু হবে গো নতুন জীবন॥
১৩ই বৈশাখ ছাদনা তলা...
শুভদৃষ্টি-তে সংসার মেলা॥
সারাটা জীবন থাকার শপথ...
প্রেম আকাশে উড়বে কপত॥
-