QUOTES ON #লক্ষ্মীপুজো

#লক্ষ্মীপুজো quotes

Trending | Latest
30 OCT 2020 AT 10:07

-



লক্ষ্মী আসুক ধন সম্পদ ঐশ্বর্য ভরে,
শত শত কন্যারূপী লক্ষ্মী গর্ভেয় মরে।

-


13 OCT 2019 AT 18:42

প্রকৃতি বিদ্যা সুরভী’শ্রী স্বাধা
সূচী শুভা অমৃতা সুধা
করুণা হরিপ্রিয়া অশোকা বিভূতি বসুধা
জয়া পদ্মপ্রিয়া মালিনী বিভা

তুষ্টি স্বাহা ধন্যা অনঘা অনুগ্রহপ্ৰদা
চন্দ্রা চতুর্ভুজা হরিদ্রা শ্রদ্ধা
ইন্দিরা প্রভা বিমলা আহ্লাদিণী ধনদা
সিদ্ধি পেঁচকবাহিনী নিত্যাপুষ্টা বরদা

-


30 OCT 2020 AT 9:20

মনের খিদেতে কেউ হয় নভোচারী ,
পেটের খিদেতে পূজিত হয় কোজাগরী !
চার দেওয়ালে বন্দী লাঞ্ছিত অপমানিত হয় নারী ,
মৃন্ময়ী রূপের উৎসবে মাতে সভ্য-সমাজের মুখোশধারী !

-


30 OCT 2020 AT 8:51

বঙ্গের রুক্ষ ধরাতলের বুকে ধন-ধান্যে ভরিও ,
তৃষ্ণার্ত সন্তানের মুখে অমৃত পূর্ণ কলস ঢেলো !
পল্লীবাংলার কোণে কোণে কঠোর সন্তাপে ,
দুগ্ধ ঘৃত আলোচালে তৃপ্ত করো মনস্তাপে !
ধানের জন্য মাঠ চষিলাম, হয় না যেন খড়-কুটো ,
লক্ষ্মী আসুক ঘরে, দশের দশা ঘুচুক চিরতরে যত !

-



" ওরা পায়ে আলতা পড়েনা
মাথায় চুলের চিহ্ন মুছে গেছে
দুচোখ ভরে কাজল পড়েনি কতদিন
প্রবেশপথে আঁকেনি সৌভাগ্যের পদচিহ্ন ...

পায়ে গুলি লেগেছে তবু
একে ৪৭ কাঁধে মাথা উঁচু ক'রে ধ'রে রেখেছে
তেরঙা দেশের মুখ ... "

ওদের লক্ষ্মী বলবেনা ?

( চোখ থাকুক ক্যাপশনে )

-


13 OCT 2019 AT 19:35

২৩ বছর আগে প্রতিমাদেবী তার একমাত্র পুত্রবধূর গর্ভে আসা প্রথম সন্তান তুলি -কে অলক্ষ্মী আখ্যা দিয়ে ভ্রূণ অবস্থাতেই বিসর্জন দিতে চেয়েছিলেন।আর আজ শয্যাশায়ী ঠাম্মার মনের মতো করে "আল্পনা "এঁকে সেই অলক্ষ্মী মেয়েটাই ঠাকুরঘর - চৌকাঠ সব সাজিয়ে মায়ের সাথে সাহায্যের হাত বাড়িয়ে মা লক্ষ্মীকে আহ্বান জানাচ্ছে বাড়িতে। প্রতিমাদেবির আখ্যায়িত অলক্ষ্মীই আজ তার ঘরের লক্ষ্মী মেয়ে। তুলির মতো সব অলক্ষ্মী যেনো আজ লক্ষ্মী হয়ে ঘর ভরিয়ে তুলতে পারে .....।(কন্যাভ্রূণ হত্যা মানে ঘরের লক্ষ্মী বিসর্জন কেউ দয়া করে এই অন্যায় করবেন না।)

-


30 OCT 2020 AT 10:38

সাড়ম্বরে ফল-মিষ্টান্নে মৃন্ময়ী রূপের পুজো করার নেই প্রয়োজন ,
রক্ত-মাংসের আটপৌঢ়ে ঘরোয়া নারীকে লক্ষ্মী রূপে করো হৃদে বরণ !

-


24 OCT 2018 AT 16:42

ঘরের লক্ষ্মী, বাড়ির ঝি
পুজো তোমার সিংহাসনে,
অলক্ষ্মী-অপবিত্রা তুমি
স্থান-কালের পরিবর্তনে..!




-


19 OCT 2021 AT 22:33

শৌনক

-