মায়ার জালে বাস্তব কে জড়িয়ে রেখে লাভ কি,
যেখানে প্রকৃত শান্তির বাস, সেখানে কল্পনার লোভ লাগে কি?!-
মায়াতে বাঁধলে যাকে, সেই চিনিয়েছে ক্ষত
মানুষ জোড়াতে বেপাত্তা, বিচ্ছেদে বিখ্যাত।-
মেয়ে মানেই 'মায়া'। হয়তো মায়া হতেই মেয়ের উৎপত্তি।
'মায়া'ই মেয়েদের 'ব্রহ্মশক্তি'।-
আটকে রাখার চেয়ে প্রতি মুহুর্তে বাঁচে ভালোলাগা,
ভালোবাসায় বন্দি হয়ে নয়, ভালোবাসা পেয়েও পাইনি স্বয়ং রাধা ৷-
চল হাঁটি....!!!
কিছুটা আলো-অন্ধকার-সুখ-দুঃখ-কান্না
অথবা এমনি হাসির কিছু মুহূর্ত পার করে কাঁপানো ভারী গলায় হাজার বার বলি---"না! ভালোবাসি না!"
খুব কি ক্ষতি হবে?
-
জগৎ সংসার মায়াভরা, ছিন্ন করার হাত আটকেছে মায়া
মায়া ছাড়া পার করা বড্ড কঠিন এই জগতের জন্য তৈরি কায়া।-
মাঝে মাঝে ইচ্ছে করে তোর হাসিটা কে জড়িয়ে ঘুমিয়ে পড়ি। তারপর এই আধো আধো শীতল ভোরে সূর্যের মচমচে আলো দিয়ে ঘুমটা কে ভেঙে ফেলি। আবার তোর হাসিটা কে বুকে জড়িয়ে বসে পরি ঠান্ডা সবুজ ঘাসের উপর।
বড্ড মায়া জড়ানো তোর মুখটা,, কেমন টানে আমায়!! তোর মুখে একটা আদিম মায়া আছে --- নীল মায়া --- সবুজ শান্তি আছে!!! তুই হাসলে একটা ছন্নছাড়া সুখ,, উড়ে এসে জুড়ে বসে আমার মাথায়!!
বেকুব হয়ে যাই আমি!!!-
চোখের মায়া ক্ষতি ভীষণ,
মনে হিংস্র ভাব।
চোখের প্রেমে পড়বোনা আর,
নিষ্ঠুর আমার স্বভাব।💔-
সামনাসামনি হোক অথবা ফোনের ওপাশে,, তোর সাথে কাটানো মুহুর্তগুলোর পর যখন বাড়ি ফিরি বা অন্য কোনো কাজ করি,, একটা বেপরোয়া সুখ আমার মাথায় চেপে বসে!!
সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় যেমন প্রশান্তি মস্তিষ্ক অনুভব করে ঠিক তেমনি আমার মস্তিষ্ক শান্ত হয়ে যায়!!
আমি এই শান্ত শান্তি হারাতে চাই না !!
যদি কোনো দিন খুব জোর গলায় বলি "চলে গেলে যেতে পারিস।"
প্লিজ চলে যাবি না। পারলে আস্তে করে বলিস "আমি তোকে চিনি।"
আমি শান্ত হয়ে যাব!!-
জানি,,
আমার শহরে অর্থনীতির মস্ত আগ্নেয়গিরি!!
না হয় ফুঁ দিয়ে নেভালাম সে আগুন,,
তুমি আসবে তো ??!!!-