এই ছ্যামড়া! খুব বাড়ছিস্, দেবো এক্খান্ পাচনের বারি!
শাস্তি তোকে পাইতেই হইবে, দেখবি আমি কি পারি ?
আপনাকে স্যার ভয় পায় না ! এতো দারুন লজ্জার ব্যাপার!
অতি বার বাড়ছে পোলা , এইডার লজ্জা লাগা দরকার।
শুনে পোলা নির্বিকার। বাঁচালপনা চলতাছে সেই।
কি সাহস !! বলে আমার কিস্সু করার দম নেই ?
আয় চাঁদু এইবার দেখাই মজা। বুঝবি এইবার নিজের হাল।
নক্সামো তোর বেড়োয় যাইবে, শুটিয়ে তোরে করুম লাল ।।
-
কে যে লাবড়ার মতো ঘেঁটে দেবে আর কে যে শুকনো লঙ্কার মতো বেটে দেবে তা ধরতে পারবেন না। 😆😝
-
👩🦱এলেন কে ?🤨
🧘♂️আমি যে ! 😐
👩🦱কে আমি ?🤨
🧘♂️আমি স্বামী।😐
🙎♀️ইয়ার্কি হচ্ছে ?😒
🙎♂️নাহ্। মানে ইয়ে খুব পাচ্ছে। 😨
🙇♀️আগে বলুন কার নন্দ ?😏
🧘♂️আরে আমি ভুদভুদানন্দ।😌
🙇♀️তাই ভাবি কিসের গন্ধ। 🤧🥴
🙅♂️আরে আমি নই মন্দ।😒
🙅♀️না নাহ্। ওসব চলবে না।😑
🙍♂️আরে আমি আর পারছি না।🥵😩
🤷♀️শেষে কিনা আমার বাড়ি !!!😑
🙍♂️আরে মা তোর পায়ে পড়ি।😢🥵
🤷♀️চেপে রাখুন মিনিট দশ।😐
🤦🏻♂️আরে বেরিয়ে পড়বেতো সব রস !!😩🥵
🤦♀️উফ্ তাহলে যান গে।😝
🤷🏻♂️আরে আমায় একটু হাগতে দে।।😭😭-
তাকে বলে দিও, সব মেয়েরা কে-টি-এম আর ডি-এল-এল-আর দেখে প্রেমে পড়ে না...
-
অনুগামীরা রয়েছে পিছে, পথ দেখান গুরু;
ব্যস্ত সবাই নিজের মতো, নতুন জীবন শুরু।-
হে ভগবান তুমি কি কানা??????
দেখতে পাওনা
অনন্ত একটা টাকার বস্তা ছুঁড়ে মারো আমাকে!!!!!-
স্যার পড়ানোর সময় লাস্ট বেঞ্চে বসে যখন কারোর প্রচুর ঘুম পায় ,আর তখনই স্যার বলে ওঠেন:
" এই লাস্ট বেঞ্চ !! এতক্ষণ ধরে কি বোঝালাম বলো"
তখন যে রিঅ্যাক্টশনটা আসে:-
হেমন্তের জাদুতে গলায় আবার সেই ঢোক গিলতে ব্যথা, মাথা টিসটিস তার ওপর সর্দিও গেছে বসে । করোনার কানে এই সুখবরটি যদি যায় তো ...
-