QUOTES ON #বৃক্ষরোপন

#বৃক্ষরোপন quotes

Trending | Latest
6 JUN 2020 AT 11:01


শুনেছি একটি গাছ একটি প্রান
মনের সুখে গাছ লাগান ,
এখন কেউ করেনা বৃক্ষ রোপণ
করছে সবাই বৃক্ষ ছেদন।
যখন তীব্র রোদে মানুষ খোঁজে
গাছের শীতল ছায়া ,
তবু বৃক্ষ ছেদন করতে কারোর
হয়না দেখি মায়া।
গাছের জানি প্রান আছে তারা
মুখ বুজে সব সয় ,
গাছের অভাবেই আমাদের জীবনে
বারবার আসে প্রলয় ।
আসুন এক জোট হয়ে সকলে মিলে
করি মোরা বৃক্ষরোপণ ,
জানি তবেই প্রকৃতি চির সবুজ হবে
বাঁচবে সবারই জীবন ।

-


5 JUN 2019 AT 23:05

বাতাস হারিয়েছে মিষ্টি স্নিগ্ধতা, পোশাক তার বিষযুক্ত
আমরাই পারি স্নিগ্ধতা ফিরিয়ে, বাতাসকে করতে দূষণমুক্ত।

পৃথিবী হারিয়েছে বহু বৃক্ষ, নতুন করে তাদের ফিরে পেতে চাই
বৃক্ষের মত বড় বন্ধু আমাদের, আর কেউ নেই যে রে ভাই।

আসুন সকলে হাত বাড়িয়ে করি বৃক্ষরোপণ
প্রাণিকুল রক্ষাতে চলুন করি শতশত বৃক্ষের বীজবপন।

-


7 APR 2019 AT 15:11

প্রভাত হেসে উঠছে দেখ্
নতুন দিনের সৃষ্টি
মানুষগুলো সব খেটে মরে;
ভুলেছে হাসির তৃপ্তি।
এই সুযোগে আমার লাভ
গিলবো তোদের আগামী,
পারিস যদি গাছ লাগিয়ে
আটক করিস মোর ঔদ্ধত‍্যবাণী।।

-


2 JUL 2019 AT 11:41

যে গাছটা মাথা তুলে
আকাশ ছুঁতে চায়
সেই গাছ টাই
মানুষের অত্যাচারে
অকালে মারা যায়।

-


11 APR 2020 AT 10:40

জীবনকে অঙ্কুরিত হলে
তবেই
বৃক্ষ হবে।

-