Sanjay Kirtania   (বিষ অর্জন)
40 Followers · 11 Following

লেখার মাধ্যমে ভালো থাকার চেষ্টা 🖋
Joined 19 March 2020


লেখার মাধ্যমে ভালো থাকার চেষ্টা 🖋
Joined 19 March 2020
13 AUG 2023 AT 9:25

বাকি আছে অনেকটা
প্রেমের গল্পকে
বানিয়েছি এই সনেট টা।

-


22 FEB 2023 AT 12:37

আমার বর্তমানের ভালোবাসার কাছে
তোমাকে নিয়ে আমার কত স্মৃতি আছে।

-


6 FEB 2023 AT 11:08

গতি যেন ধীর নয়
কোন এক সাফল্য পেলে
মনে হয় তীর নয়।

-


6 FEB 2023 AT 11:03

কেমনে ঘোচাবি কালো
কালো কে আলোয় আনলে পরে
তবেই কালোতে রঙিন ধরে।

-


23 OCT 2022 AT 22:12

Whose name is associated with Virat
what can he do
Others are understanding
🇮🇳
🎇 Happy Diwali 🎇

-


9 OCT 2022 AT 0:57

তোমাকে পাবো,নিজের কাছে আমি
জলের পরেই সবচেয়ে দামী তুমি।

-


9 OCT 2022 AT 0:47

অচিরে ভালোবেসে যাওয়া
আজ
তোমার সম্মুখীন।

-


1 AUG 2022 AT 14:31

তোমায় নিয়ে গল্প লেখা
অল্প কিছু কল্পনা
সব কিছু হারিয়ে গেছে
আমার কষ্ট অল্প না।

-


6 JUL 2022 AT 10:50

তোমার চারিদিক
তোমার কী তাতে
আমি থাকি ঠিক বেঠিক।

-


23 MAY 2022 AT 13:23

ডুবে গেছি কবে
চায়ের চুমুক দিতে দিতে।

-


Fetching Sanjay Kirtania Quotes