QUOTES ON #বহুরুপী

#বহুরুপী quotes

Trending | Latest
10 JUL 2020 AT 15:51

মুখোশের আড়ালে বহুরুপী মানুষের রূপ
অজানা কোনো গহ্বরের ছায়া
চোখ বুজলে অন্ধকার ঘনিয়ে আসে
এটাই হয়তো মায়ানগরীর মায়া।

-


3 JUN 2022 AT 7:37

আর কত্তো দেখনদারী খিলা খিলবি বাবু?
তোরে মুই কত্তো ভালোবাসি,
তোর লাগি সারাদিন পরান টা ছটপট করে,
কত্তো কথা,তোরে মুই নাম দিলাম প্রেরসী,
আমায় ছেড়ে দিসনা,
আমায় একটু আদর করবি মুই কোত্তদিন আদর পাইনি,
রোজ রাত্রির বেলা আমি তুর ফটো গুলানে আদর করি, আমার মৃত্যুর সময় কেবলই তুইই থাকবি,
পরোজনমে কুথা দে তুই আমার সাথী হবি,
সবই তুর মিথ্যে,
তুই মানুষটাই একটা বহুরূপী বটে,
তুদের মতো মানুষদের কুনো ভালোবাসা থাকেনা,
তুদের মতো মানুষদের সত্যি ভালোবাসা জোটেওনা,
কারণ তুরা অভিনয় করিস,
অন্যকে তুরা কথা দিস,
আশায় রাখিস কিন্তু ভুলে যাস ইক্কেবারে,তুই দেখ বা না দেখ আজ তুই কুথায় আর আমি কুথায়,সত্তি ভালোবাসায় মুই আজ অনেক সুখী,
ভালোবাসার পবিত্রতা তুরা কোনোদিনই বুঝবিনা,তাই ভালোবাসার গভীর আনন্দ ও সুখ তুরা কুনোদিনো পবিক না,তবে তুদের মতন মানুষ গুলান একটা কুথা আমাদের শিখায়ে দিয়ে যায় আসল ও নকল চেহারা।

-


8 FEB AT 21:11

ভদ্রলোকের মুখসধারী বহুরূপীরা ,
দেশ মাতার ভক্ত বলে লাফিয়ে বেড়ায়।

-


19 SEP 2018 AT 22:53

শুভাকাঙ্খীর মাঝেও থাকে,
অনেক মুখোশধারী ।
সঠিক দিনে, সঠিক সময়,
তাঁদের চিনতে পারি ।।
মুখোশ দিয়ে মুখ ঢাকা যায়,
হৃদয় যায় না ঢাকা ।
হৃদয় যতই ঢাকতে চাওনা,
তা থেকেই যাবে ফাঁকা ।।

-


12 DEC 2017 AT 13:14

"বহুরুপী"

বহুরুপী মাইকেল
পড়বেনা বাইবেল।
কোরানে যে আছে ওষুধ,
বুঝবে কি তা মাসুদ?
রাম-রুপী অজ্ঞানী
মানে না গীতা'র বানী!
যারা করে জীবনের কারবার
তাদের তো আছে পরিবার?
গুলি,বোমা স্পিলন্টার,
চেনে কি মানুষ,
চেনে কি জন?
ধব্বংসের-লীপ্সায়
হলোও সব ছারখার!







-