QUOTES ON #পাখিনিয়ে

#পাখিনিয়ে quotes

Trending | Latest

ও পাখি তোর মনের কথা
ছড়াস কেন বনে?
দূর থেকে ওই সুর বাজে তোর
আমার ব্যাকুল প্রাণে ll
আসিস পাখি মোদের ঘরে
ভরাস মধুরগানে l
ভাল্লাগেনা তোরে ছাড়া আর
বন্দি ঘরের কোনে ll

-



*-মনপাখি বলাকা-*

-



*-ময়না-*

-



লালপাখি নিলপাখি
সবুজ রঙের টিয়াপাখি,
তালগাছের দর্জি পাখি
নামটি তার বাবুই পাখি।
উঠোন জুড়ে ঘুরে বেড়ায়
শালিক পাখি দলে দলে,
গ্ৰামেগঞ্জে পাই দেখা
খাবার খোঁজে সকাল হলে।
এরা যদি না থাকে
প্রকৃতির শোভা কোথায় পাবে,
পক্ষী নিধন করোনা আর
তাতে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে।

-


28 APR 2020 AT 22:44

#অনু গল্প #
পুরোনো কথায় নাকি আছে,"কাক ডাকলে অশুভ"
আমাদের বাড়ির দাওয়ায় সেদিন কয়েকটি কাক কা কা করছিল। ঠাম্মি কাকের ডাক শোনা মাত্রই চেঁচিয়ে উঠল-এই কে আছিস, তাড়াতাড়ি তাড়িয়ে দে কাক গুলোকে। না জানি কি অশুভ বার্তা নিয়ে আসছে। তাড়া তাড়া তাড়াতাড়ি।

ঠাম্মিকে কি করে বোঝাই আমি,এরা কোনো অশুভ বার্তা নিয়ে আসেনি। "LOCKDOWN" চলছে, বাজারে যে সব খাবারের দোকান বন্ধ।এরা যে ক্ষুধার্ত, খিদের জ্বালায় এরা চিৎকার করে কাঁদছে।

ঠাম্মিকে কি করে বোঝাই আমি, ওদের তাড়িও না, ওরা যে আমাদের ছোটবেলায় বই এ পড়া ঝাড়ুদার পাখি, একটু খাবারের আসায় এসেছে, খাবার খেয়েই আবার জায়গা পরিষ্কার করে দিয়ে চলে যাবে।

"ঠাম্মিকে কি করে বোঝাই আমি "

-


25 SEP 2020 AT 10:20

পাখির ডাকে সকাল উড়েছে

সকাল সকাল সবজে লেজঝোলাটা
বিনানেমন্তনে বারান্দায় এসে জুরেছে গল্প;
সে কত-শত গপ্প; আমার সাথে
আমায় বলে কিনা ঐ মেয়ে একটা গান শুনবি??
শোন না ঐ মেয়ে!!!
তার গান শেষ না হতেই দুরের পেয়ারা গাছে কতগুলো বাবুই সুর তুলেছে।
তারই মাঝে চড়ুই জোড়া গোল বাধিয়েছে।।
কারা আগে ঘুম ভাঙাবে শহরের।

-



"পাখি নিয়ে"......
কেকারবে ওঠে প্রতিধ্বনি
শতচক্ষু পেখম মেলে ,
"ময়ূর" পালকে কৃষ্ণ🙏 সাজে ,
"দোয়েল"কে বাংলায় জাতীয় বলে!
নানান দেশের নানান রকম
জাতীয় কত পাখি ,
কলতানে তাঁরা জাগায় ঘুম
খুলে দেয় মোর আঁখি!
পাখিদের রাজা "ঈগল"যেমন
মিশরে জনপ্রিয় ,
জাতীয় পাখির দিবসে আজ
"ময়ূর" স্মরণীয়!
✍️ Biswarup




-



-: পাখি নিয়ে :-
পায়রাগুলো আজকাল শুধুই বকমবকম করে
আগের দিনে ডাকের চিঠিও বিলোত ঘরে ঘরে।
পায়রা লড়াই জমত ভীষণ কেই বা তা না জানে
আজও জানো, সবাই ওদের শান্তির দূত মানে।

চড়াইগুলো মহা বিচ্ছু কিচির মিচির করে
আপন দলের সাথে হেথা হোথা শুধুই খেলা করে।
প্রথম বৃষ্টির জল জমলে স্নান সারে ঝুপঝাপ,
জবাফুল বা তুলসী - ওদের অত্যাচারে নিপাত।

কোকিলগুলো চালাক অতি, কুঁড়েও বটে খুব
কাক, কোকিলের বাচ্ছা পা'লে, আপাত একই যে রূপ।
বসন্ত ওই আসবে জানায় কোকিল, ডেকে কুহু,
পলাশ বনে ফাগুনও আগুন ছোঁয়ায় মূহুর্মূূহু।।

-