মনের খাতায় শতেক আঁকিবুকি, কি জানি কে লেখে এতকিছু !
জ্ঞাতে অজ্ঞাতে ভরে ওঠে ওই খাতা, আমরা চলি তারই পিছু পিছু।
চলতে পথে লাগলে হঠাৎ ধাঁধা, খানিক থামি, আবার চলা শুরু,
ততক্ষণে ব্যস্ত মনের সাথে, মাথার আলোচনা হয়ে গেছে পুরো।
কর্ম আসল জীবন ধর্ম বটে, কোনকিছুর তোয়াক্কা করে না
মন ও মাথার আলোচনার ভিত্তিতে জীবন কখনো একেবারে থামে না।
ব্যস্ততা শুধু জীবনের বালুচরে, দাপিয়ে বেড়ায় ছাপিয়ে সকলটুকু
বিস্মৃতি মাঝে 'থমকানো' ঘটনারা, তলিয়ে যে যায় করে শুধু মাথা নিচু।।-
সেই আলোই তো ছুঁয়ে যায় মন-ঘর
যে আলোতে অচেনাকে চিনি
যিনি সে আলো দেন রোজের মাঝে
তিনিই হলেন আদতে অন্তর্যামী।।-
স্বভাবে সে বাউণ্ডুলে, মজায় আছে বেশ
মনটাকে রাখে ব'শে, মুখে মিষ্টি হাসির রেশ-
ভাবনারা দেয় উঁকি, কারণ কর্তব্যের নেই শেষ।।-
সময়, সে ফিরে গেছে কবেই, কালের হাত ধরে
আজ সে লুকিয়ে আছে এই সকলের অগোচরে।
নিয়ে গেছে কত কিছু, পছন্দ ছিল তার যত
চেয়ে দেখা সবটুকু নির্বোধ বালকের মত।
রেখে গেছে চিহ্ণ কিছু মনে তাকে রাখতে খানিক
তার রেখে যাওয়া সব অন্য সময়ে প্রামাণিক।
সময়, সে ফিরে যায় আপন যাত্রা শেষ হলে
রেখে যায় স্মৃতিদের যারা থাকে মনের অন্তস্থলে।।-
ফুরিয়ে ফেলার মাঝে
আছে জেনো আনন্দের আভাস,
প্রকৃতির মাঝে কভু
পাবে নাকো দীর্ঘশ্বাস।।-
মনের কিন্তু অবাধ যাতায়াত, অতীত এবং ভবিষ্যতের মাঝে,
জীবন খনির অতুল সম্পদ, মনের মাঝে আপনি বিরাজে।
ইতি উতি চেয়ে দেখে মন, কিছু স্মৃতি আবছা, কিছু স্পষ্ট,
আঁধার যেথা আলোয় এসে মেশে, হারায় সেথা সবটুকু অস্পষ্ট।
নতুন করে ভাবতে বসে মন, কত কি গেছে কাল-স্রোতে ভেসে,
তবু আজও বর্তমানের নেশায় জীবন আজো ছুটছে অক্লেশে।
মন, তুমি রামধনু রঙ মেখে জগতটাকে চেনাও নানাভাবে
তোমার প্রতিক্ষণের গুজ্ঞরনে জীবন যেন নতুন রূপে জাগে।।-
রবিঠাকুর আপন গানের কথায়
যবে ছুঁয়ে যান হৃদয়পুরের মাঠ -
উদাস মনের মধ্য থেকে যুদ্ধটি লোপাট।।-
শূন্য থেকে শুরু করে মহাশূন্যে শেষ
মাঝখানের এই চলাচলে কেবলই গতিবেগ।
কত না রঙ তুলির স্পর্শে ঢেউ তোলে ক্যানভাসে
সৃষ্টি কত নতুন কিছু ভাল মন্দে মিশে।
দ্বন্দ্ব ছন্দ সকলটুকু নকশীকাঁথা জুড়ে
ছাপ রেখে যায় অজানিতেই আগামীর ত'রে।
কখন শুরু কখন যে শেষ কেউ জানে না তবে
জগত জুড়ে উদার সুরে শুধুই স্মৃতি রবে।
-
ভোর গড়িয়ে গেলে কেবল ব্যস্ততার ঝড়
ইতিউতি তাকানোর নেইকো অবসর।
ঘুম চোখ খুললেই দায়িত্বের বোঝা
সকল সময় শুধু সমাধান খোঁজা।
জানা নেই কতটুকু মিলবে সমাধান,
তবুও কর্ম-মাঝে সেই চেষ্টা আপ্রাণ।
জীবনের পথচলা অফুরান গতিতে
কখনো বা বিশ্রাম নিভৃতে ক্ষণিকে।
দিনশেষে ঘরে ফেরা নিয়ম-বাঁধনে
প্রস্তুতি পরবর্তীর রাত্রি আবরণে।।-
তখন সকালবেলা -
আকাশের বুকে পেঁজা তুলোসম শতেক মেঘের ভেলা।
ভেসে চলে ওরা অবাধ গতিতে,
ফিরে চায় নাকো কখনো চকিতে,
চেয়ে দেখি আমি অলিন্দ থেকে প্রকৃতির লীলাখেলা -
মেঘ উড়ে যায় সুদূরের পানে
শেষ হয়ে এলে বেলা।
মনের মাঝারে ভাবনারা সব নেমে পড়ে অভিযানে,
মেঘের মতন তারাও যেন রে অবাধ গতির টানে
ছুটে চলে ওই দিকে দিগন্তে, মানে নাকো কোনো মানা
প্রকৃতিকে কে বা রাখবে গো বেঁধে
সে পথ কারই বা জানা!
মেঘ নিজ পথ হারায় যখন কেউ রাখে নাকো ম'নে,
তবু মেঘ ভাসে মনের আকাশে নির্জনে অকারণে।।-