• ধিক্কার দেবো কাকে?
জন্মবন্ধ জীবন কেন আজীবন কুৎসা রচে!
অধর্মেরা আত্মপক্ষে অযথা প্রকাশ্যে মুখ লোকায়
সমাজের বাতিঘর নিভে গেছে কবেই,
নাবিকরাও করেনা একটু আলোর ক্ষীণ আসা
দণ্ডাদেশের বিধির কবলে কত কলঙ্ক অপভ্রংশে মুক্তি পেল
শাসন করার মুক্ত দৃষ্টি হয়তো অক্ষমতায় বাড়া,
অপকর্মের হিসাব চুকিয়ে হয়তো খেলতে বসে পাশা।
কার্যসিদ্ধি আগুনমুখো, শর্ত পোড়ার আঁচে অসহায়ত্ব হয় সেঁকা
ভৌত জীবন কল্পে ঝুলে, ঘর কুড়িয়ে দিন এগোতে বাধ্য করে চোরা শর্ত
কারো পেটে শিক্ষা পচে, বেআইনি বিষ রক্তে ক্রমশ যাচ্ছে মিশে
নৈতিকতার ভিত কাঁচা, মনুষ্যত্ব পড়ে পাঁকে
জন্মগত অবহেলিত ওরা, ধিক্কার দেবো কাকে...
ওদের ধুঁকে বাঁচা গুনগুলোও বিপথগামী হবে কাল
উপরওয়ালা এসব দেখেও তেল দিয়ে নাকে, 'তিল'কে করে 'তাল'।-
চাহেবপুৰাৰ বৰষুণ-৬
কবিতা "নৈতিকতা"
'গুড নাইট'-বৰ্ষাই বান্ধৱীগৰাকীক ক'লে।
দুয়োৱে শয্যালৈ গ'ল।
বৰ্ষাই সানমিহলি হৈ থকা কথাবোৰ উনুকীয়ালে।
টোপনি কেনি গ'ল তাই গমকে নাপালে।
বান্ধৱীৰ মাতত তাই ধৰমৰাই উঠিলে,
"ইমান পলম হ'ল"-
বৰ্ষা অপ্ৰস্তুত হৈ পৰিল।
আহাৰ খোৱাৰ সময়ত হুচেইনে সুধিলে-
"ইমান পলমকৈ কিয় উঠিলা বৰ্ষা?"
বৰ্ষাই বান্ধৱীজনীলৈ চালে,
হয় তাই ভবাটোৱেই।
নহ'লে হুচেইনে গম পালে কেনেকৈ?
বৰ্ষাৰ নিস্তব্ধতাত হুচেইনে আকৌ ক'লে-
'চোৱা বৰ্ষা,বিশ্ৰাম আমাৰ বাবে প্ৰয়োজন,
কিন্তু বিশ্ৰাম যেতিয়া বিলাসীতা হয়,তেতিয়া মানুহৰ নৈতিক স্খলনৰ সূচনা হয়।'
কথাষাৰ বৰ্ষাৰ কৰ্ণপথেৰে নোসোমাই
মস্তিষ্কৰ কোনোবা কোণত খুন্দা খায়
হৃদয় দাপোনত প্ৰতিফলিত হ'ল।
"খঙত বৰ্ষাৰ ওঁঠ কম্পমান,
সকলো কথা কৈ দিবলৈ মন গ'ল বৰ্ষাৰ!"
কিন্তু তাইৰ উত্তৰ মৌনতা,
আৰু অন্তৰালত,
সুগভীৰ "নৈতিকতা"।-
জীবন আমাকে যে শিক্ষা দিয়েছে সেই শিক্ষাকে জীবনের সব থেকে বড় শিক্ষা বলে মনে করি।
তাই নিজেকে জীবন যুদ্ধের শিক্ষার্থী পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করি।✍
-
অন্যের ভালোতে দুঃখ পাওয়া!!
প্রশ্নের পর প্রশ্ন তুলে
আত্মসম্মানের কান মুলে
নিজ সমস্যার সমাধান ভুলে যাওয়া।-
তুমি ধর্ম বর্নে লড়াই করাও,
আমি রক্তের রং দেখিয়ে,,
আবারো মনুষত্বের লড়াই লড়তে চাই।
চোখ দেখিয়ে কি লাভ বন্ধু??,
আমি সর্ব হারা শিক্ষিত বাঙালির জাত,,
আমার হারাবার ভয় নাই।-
আরশি তুমি চুপ কেন কিসের ঔচিত্য
মূল্যবোধের ঠেলায় ভিড়ের মাঝে একাকিত্ব ?-
বৃদ্ধ বা বৃদ্ধা মানুষকে কখনোই অবহেলা করবেন না কারণ আপনিও একদিন ঐরকম হবেন তাই আপনি যা দেবেন তাই-ই ফেরৎ পাবেন। প্রয়োজনে নৈতিক কর্তব্য ভেবে সাহায্য করুন।
নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্য করতে কখনও ভুলবেন না বা কুণ্ঠাবোধ করবেন না কারণ মনে রাখবেন তৃষ্ণার্ত মানুষের এক গ্লাস জলেই তৃষ্ণা মেটে।-
ভালোবাসায় নৈতিক জয় বলে কিছু হয়না...
তাই ভালোবাসার মানুষটির উপর রাজনৈতিক অভিসন্ধি প্রয়োগ না করাই ভালো-
•••নৈতিকতা•••
©️মেঘ
-------------------------------------------------
ফেলে আসা স্মৃতি
গাণিতিক জ্যামিতি
অতীতের ভুল সকল আসলে শিক্ষার'ই পাঠ
প্রবেশ বাস্তবতায়, নৈতিক-চেতন চৌকাঠ
নিয়ম রীতির অটুট নীতি
বিবেক বোধে অকারণ ভীতি......।-