Md:jahidul islam   (ফটোগ্রাফার 🎭)
205 Followers · 212 Following

B+(Blood group) ❣
Joined 17 February 2019


B+(Blood group) ❣
Joined 17 February 2019
10 JUN 2021 AT 0:42

old is gold
-- Md:jahidul islam

Old is Gold,
Go ahead for gold...

go ahead to be success,
Never give up...

never give up on your dreams,
Surely success will come one day.🍀

-


23 DEC 2021 AT 9:11

ঘুম রাজ্যের রাজকুমারী।।
তোমাতেই বিভোর আমি,
তুমিই আমার স্বপ্নের রানী।।

-


21 DEC 2021 AT 9:19

জলের ধারায় ভাসবে তুমি!
কাগজের ওই ডিঙ্গি নৌকায়,
প্রিয়ো, আমার পাশে কি বসবে তুমি!

-


30 NOV 2021 AT 14:47

এসো মুখ দেখি জলের আয়নাতে,
জলরাশিতে আঁকাবাঁকা সুখ ছবি,
চোখ নিয়ো না ফিরিয়ে প্লিজ,
জ্বলে উঠলেও দুপুর রবি!

পা রাখো আলতো জলে,
শিহরণ উঠুক অল্প মনে,
এমন স্বচ্ছ জলঘাটে বসে,
করবে কি গল্প আমার সাথে?

-


19 NOV 2021 AT 8:27

আমি দেব না আর পাড়ি,
তোমায় নিয়ে নিষ্প্রান নদীতে,
যে পথ ভুলে পৌঁছে গেছে,
শূন্য মরুর বুকে শেষ বিকেলে হারিয়ে যাওয়ার মিছিলে,
স্মৃতি হাতড়ে বেড়ায় নিঝুম রাতের অন্ধকারে,
বিস্ময় থাক আমার অ-দেখা শূন্য খাতার প্রতিটি পাতায়,
সময় কাব্য অ-লেখা আমি মেলবো না আর স্বপ্নডানা,
ঐ নীল মেঘেদের ছোঁয়ায় আমি লিখবো না আর কাব্য...
কোনো স্মৃতির ছেড়া পাতায় ৷৷

-


18 NOV 2021 AT 10:40

নিয়ন আলোয় খুঁজেছি তোমায়,
পাইনি তোমার দেখা!
আবছা আঁধারে হারিয়ে গিয়েছো,
দেখেছি তোমার কায়া।

-


18 NOV 2021 AT 9:05

ঝঞ্ঝাট এর এই শহরে...
মুক্তি পাক' কিছু নীরবতা,
বেলা ফুরিয়ে সন্ধ্যা নেমে এলে।

-


15 NOV 2021 AT 8:55

হিমেল হাওয়া বইছে প্রাণে,
হিম শীতে সব কাব্যগুলো,
জমে যাচ্ছে মনের কোণে।।

-


29 SEP 2021 AT 20:58

যে কথা মুখে যায় না বলা,
সে কথা ফুল হয়ে হৃদয়ে রয়,
মনের কথা বুঝতে পারে,
এমন মানুষ খুব কমই হয়।।

-


23 SEP 2021 AT 11:44

শুনতে পাবে হৃদয়ের ধ্বনি,
তোমায় ছোঁয়ার ব্যাকুলতায়,
প্রতিদিন শূদ্র ফুল হয়ে ফুটি আমি।।

-


Fetching Md:jahidul islam Quotes