আমার নিঃস্বাস যদি বন্ধ হয়,
যদি নয়ন অন্ধ হয়।
তুই আমার হৃদয় জুড়ে,
তবুও এক বিস্ময়।
-
26 DEC 2021 AT 11:04
27 MAR 2019 AT 17:14
যা পাখি উড়তে দিলাম তোকে,
খুজেঁ নে মন ভালোকরা কোন প্রিয় বাসা...
স্মৃতি হয়েই রইবি তুই আমার কাছে,
"পদ্ম" - পাতায় "গঙ্গাফড়িং",
তুই ই যে অামার ভালোবাসা.....-
5 JUL 2021 AT 12:08
হেঁটে চলি তোর সাথে
জমা কথা তোর হাতে
পায়ে পায়ে রাস্তা পার
তোর সাথে অনিবার।
খুঁজি নাতো তোকে আর
চেষ্টা ছিল বৃথা আমার
তোর পাড়ায় মন হারাই
তুই আমার নিজেকে বোঝাই ।
-
5 APR 2020 AT 16:22
আমার একলা ঘরে রাতের আঁধারে
ঘুমের শহরে,
আমি শুনেছি বুকের ওপর তোর নিশ্বাস ফেলা...
আমি দেখেছি
আমার খোলা আকাশে তোর একলা
নির্ঘূম চোখে কত রাত্রি জেগে থাকা!!
আমি দেখে তোর চোখের কোনে পড়া কালি টাকে,
না বলা কথার ফাঁকে
চাঁদের কলঙ্ক বলে চালিয়ে দেওয়া,
যেটা পারলি না-শুধু মন দেওয়া নেওয়া...-