QUOTES ON #ঘুমনেই

#ঘুমনেই quotes

Trending | Latest
15 MAR 2021 AT 22:03






-


18 MAY 2022 AT 21:41

-


4 NOV 2019 AT 0:23

ভাঙা ভাঙা কবিতার মতো ভেসে যাই রোজ
ভালবাসি কি না বুঝিনা

জানি শব্দেরা ভাসাবে আমায়
ভেজা চোখ তবু মুছিনা



-


20 JUN 2017 AT 1:00

বৃষ্টি ভিজে ক্লান্ত চোখের পাতা নিবু নিবু প্রায়,
রাতের শেষের বর্ষায়-
কিছু আলো বিগড়ে দিলো ঘুম,
কবি মন জেগেই কাটায়,
আর ডানা ছাড়া লাল মেঘ,
ভিজে মাটি তে লুটিয়ে কাতরায়।
স্বপ্ন দেখার ইচ্ছেয় চোখ বুজি,
ভয় হয়, তোমার হৃদয় যদি না বুঝি?!!!

-


27 NOV 2018 AT 3:12

রাত পাখিরা ঘুমিয়ে তুমি এখনো জেগে কেন?


ঘুমেরা ঠিকানা হারিয়েছে-স্বপ্নেরা দেশ
পুরোনো অভ্যেস এর কাছে আমি হার মেনেছি বেশ।।



-


15 MAR 2019 AT 1:07

কেউ কেউ তুলতে চায়,
আবার কেউ কেউ দু হাত তুলে, হাল ছেড়ে পালায়
এখানেই maturity টা প্রশ্ন হয়ে দাঁড়ায়।।

-


10 MAY 2019 AT 3:12

আজ ঘুমের সাথে চোখের আঁড়ি
ঘুম আসতে অনেক দেরি।
তাই মোবাইল নিয়ে ঘাঁটাঘাঁটি
ইনটারনেটে খুনসুটি।
এমন করেই রাত্রি কাবার
দরকার এবার সবার যাবার।।
😊😊😊😊
🙏শুভ রজনী🙏

-


30 MAR 2021 AT 0:28

ঘুম কাতুরে মেয়েটির ও আজ ঘুম নেই।
হয়তো কোন অনটনের চিন্তা নয়তো,
ভুলতে না পারার কষ্টে।
কাল যে কি হবে কেউ কি জানি!
তবে কেন আজকে নিয়ে এত হট্টগোল।

-



আমি যেন সেই বাতিওয়ালা ,
সে সন্ধ্যায় রাজপথে - পথে
বাতি জ্বালিয়ে ফেরে
অথচ নিজের ঘরে নেই যার
বাতি জ্বালার সামর্থ্য ,
নিজের ঘরেই জমে থাকে দুঃসহ অন্ধকার

-


30 SEP 2019 AT 1:26

নিদ্রা নেই

সারা শহর ঘুমাচ্ছে, শব্দহীন দুনিয়া।
ঝিঝি পুকা ডাকছে আর আমি নিদ্রার অপেক্ষায়।

-