আসলে কিছু কিছু বদ অভ্যেস পাল্টানোর জন্যে সব সময় বকাঝকার প্রয়োজন পড়ে না, প্রয়োজন পড়ে একটা ধাক্কার।
(বাকিটা ক্যাপশনে...)-
"Badi lambi guftagu karni hai
Tum ana ek puri zindagi lekar"
Raat dhalte dhalte, savera bhi ho jayega,
Bas Humare guftagu khatam nehi hone chahiye
Hum chayein banane chale jayenge
Tum bas sip marte hue muskura dena .-
I loose so many times but in the end i got succeeded to make peace with my inner demon. This is my victory.
-
শুরুর লেখা শেষেই ছিল, লাল কাগজের খাম
বালিশ ভেজা কান্না গুলোয়, আজও তোর ই নাম। ।-
অভিশাপের সেই খামে তে, আমার জীবন খুব বেগতিক
ঠাণ্ডা জলে হাত পা বুলোয়, শেষ বিকেলের শান্ত প্রেমিক ।-
প্রিয় স্টেশন ছাড়িয়ে চলে তো যেতেই হবে,
গন্তব্য, না হয় সবারই ভিন্ন।
হতে পারি তোমার জীবনের থ্রু ট্রেন,
তবু সম্পর্ক টা করতে চাইনি কখনো ছিন্ন।
শেষ স্টেশনে থামবে যখন
সবাই যে খুব ক্লান্ত ভীষণ
হেডফোনে তে চলছে তখন,
" প্রেমে পড়া বরণ, কারণে অকারণ,
আঙুলে আঙুল রাখলেও হাত ধরা বারণ"।-
আমার মনের গুমোট বিরাট, তোমার শহর বৃষ্টি মাখে,
আবছা কাঁচে আঙুল বোলাই, সেই ঠিকানায় ফিরতি পথে।-
ভাবছো আমি দারুন আছি, সুখে
আটকা পড়ে লিকুইডিটির ট্রাপে
ভীষণ রাতে কুলুপ এঁটে মুখে
রাজকুমারীর স্বপ্ন আজও চোখে
হাজার তারা খসছে দিনের শেষে
জীবন ক্ষয়ে নিঃস্ব হতে চলে,
এর চেয়ে তো মুখ লুকোনোই ভালো
তোর নামের ক্ষত আজও ভীষণ কালো
তোর পাড়াতে তোর নামেরই চিঠি
মিথ্যে গুলোই গিলছি বেশি বেশি
নিকোটিন আর তামাক পাতা মিলে
ডুব সাঁতারু অ্যালকোহলের ঝিলে।।-
ভাবতে ভাবতেই পেরিয়ে যাব, সহস্র নদী পাহাড়
থাকবে পরেই জায়গা ফাঁকা, মাঝে তোমার আমার ।
তোমার আমি হারিয়ে গেছি তেপান্তরের মাঠে
আমার তুমি মুখ লুকিয়ে, কাঁদছ ভিড়ের মাঝে।।
দেখতে পাবে, আবার আমায়, বিকেল মাখা রোদে
গায়ের গন্ধ, চেনা পারফিউম, চাপা পড়ে যাবে।
ভাববে সেসব পুরোনো স্মৃতি, কবেই গেছে ধুয়ে
তবু আজও দেখতে পেলে, অন্য রকম লাগে।।
মনের ভিতর হুহু করে, পুরোনো স্মৃতির ভিড়
জানি সে আমার ছিলনা আপন, পাল্টে যাওয়া নীড়।
মনখারাপের ভীষণ অসুখ, ভিড়েই গেলো মিশে
চেনা শরীর উধাও হলো, দিনের আলোর শেষে।।
থাকলে থাকো একলা ভাবেই, নেইকো পাশে কেউ
জীবন সবার একার ই হয়, আপন না তো কেউ।
মনের কথা মনেই বাঁচুক, দুঃখ গিলে খাবো
এই একলা পথের একার সাথী, নিজেই হয়ে যাবো।।
-
কালের চক্রে সবাইকেই মিশে যেতে হবে
যে কটা দিন আছে চল না এগিয়ে যাই একসাথে,
ভালোবাসা হলো একটা আলাদা মাত্রা মাত্র
আমরা বাঁচবো নিজেদের জন্যে, অপ্রিয় সত্যের দলে।
জিততে সবাই পারেনা ঠিকই, আবার হেরেও যায়না
টিকে থাকার মধ্যেই, টিকিয়ে রাখতে শিখতে হয়
চল না শেষ টুকু লড়ে দি, চল না এগিয়ে যাই
হাতে হাতকড়া পড়ে শেষ জীবন টুকু কাটিয়ে দি।।
-