Debayan Mukherjee   (গুপ্তঘাতক)
460 Followers · 171 Following

সিলিং এ ঝুলছে সমাজের লাশ,
সাদা পাতায় দিক ভ্রষ্ট কম্পাস....
Joined 14 January 2017


সিলিং এ ঝুলছে সমাজের লাশ,
সাদা পাতায় দিক ভ্রষ্ট কম্পাস....
Joined 14 January 2017
27 JUN 2020 AT 17:21

প্লাস্টিক মোরা জানলার ভেতর থেকে ভেসে
আসছে নীল ডিম লাইট
বাড়ির বারান্দায় পুড়ছে আস্ত কিছু গাছ

এখন পোড়া গাছই পাখিদের খাওয়ার
অশরীরির মতো ভেসে চলছে সব শব্দ
ছাই এর ঢিবি তে কিছুটা নদীর জল মিশেছে

আবার শাঁখ, উলুধ্বনি, কাঁসরের আওয়াজ
কারা নদীর পার ধরে জল আনতে যাচ্ছে
মৃত কিছু মনের শেষ-কৃতি করতে
এভাবেই বছরের পর বছর
হাটু গেড়ে বসে থাকে সভ্যতা

এ ভাবেই প্রেম হয়, এ ভাবেই পঞ্চ ভূতে বিলীন-
এই ভাবেই মৃত্যু

পাকের মধ্যে সবুজ পাতা গাঢ় সবুজ হচ্ছে
আবারও আজ ভোর হলো......

-


8 APR 2020 AT 4:44

জোছনা পিয়াসী হে মধুরও বেদনা
তব চরণে তলে নীলাভ পদ্ম ফুটিয়াছে

-


6 APR 2020 AT 4:24

আবার আসিল রাতি
গগনে সুভ্র ভাসিল তারা
স্বরণার্থী পথিক আললিকা
ছায়া পথ অবগুণ্ঠ কর মুষ্টি
তোমার অনুরাগে তথা মমনে
কাননে ফুটি শ্বেত রজনীগন্ধা।
ফুটিল মেঘ ফুটিল বর্ষ ধারা
আখি হতে তব, করুন দু-চক্ষু হেরি
ভাসিয়া যাচ্ছে হৃদয় কুল
ফুল সগন্ধে করিছে ফেরি
নভ-বিরহ বালোকে
চতুর্থ শতাব্দীর শেষ -প্রেম
তব চোখে জাগিছে নিখিলেশ

-


2 APR 2020 AT 1:26

ক্লান্ত নদি মরুদ্যান শহর

পথ শিশুর হাড় পরে আছে

পুলিশের লাঠি রক্তে ছোপ ছোপ
রাষ্ট্র

প্ৰিয় ফুলের বারুদ লাগিয়েছে

-


7 MAR 2020 AT 2:54

কি প্রেম কে জানে, কি মানুষ কে জানে ফিরে ফিরে আসে বৃষ্টি-
ছুঁলেও কি আর পাওয়া যায়, পেলেও কি আর ছোঁয়া যায়??

-


21 DEC 2019 AT 20:22

আমি রাতে খাবার শিকার করতে বেড়িয়েছি
এটা আর এক বর্ষ পরের ভারত
আসে পাশে মৃত দেহ বাড়ি গাড়ি জ্বলছে এখন ফ্যাসিস্ট আগুনে
নাগরিকত্ব? না, শাসকের হারিয়েছে মনুষত্ব বোধ

-


21 DEC 2019 AT 3:09

"শান্তি কত টাকা কিলো আজ বাজারে?"

-


29 NOV 2019 AT 15:03

অন্ধকারের সাথে বিলীন হয়ে যাচ্ছি,
আবার মৃত দেহ।

কেন বার বার মৃত দেহ দেখছে যে শিশুটা ফুলের রং চেনেনা এখনও?

-


2 NOV 2019 AT 23:10

ধূ ধূ করে যতদূর দৃষ্টি যায়
শূন্যতা আমায় গ্রাস করছে
ঝুল বারান্দা গুলো থেকে
ঝুকে পড়ছে বরফের চাঁই
শিথিল হয়ে যাচ্ছে শহরের স্নায়ু।

বীভৎস ট্রাফিক জ্যামের মতো
শব্দ পেটের ভেতর অস্থির করছে
যেন তোমায় পেলে উগরে দেবে ট্রাম, ট্যাক্সি।

একবার ধরা দিয়ে দেখ প্রিয়,
এ শহর তোমারে পেয়ে শান্তি পায়।

-


1 NOV 2019 AT 20:58

Lastly, Don't forget to live the present, no matter how momentary it might be.

-


Fetching Debayan Mukherjee Quotes