ক্ষত কতই ব্যক্তিগত, লুকিয়ে দুঃখ শত-শত,
দিন করেছেন পার...
জীবন পথে এগিয়ে তিনি, কান পেতে শোনেন মোদের পদধ্বনি,
বাবার মতো থাকেন কে আর আগলে পরিবার... !-
যে মানুষটাকে কখনো জড়িয়ে ধরে বলা হয়নি "ভালোবাসি আব্বু" এখন হাজার চিল্লায় বলে কোন লাভ আছে? আজ কে অনুভব করবে এই ভালোবাসা, কে দেখবে এগুলো ?! ভালো থাকুক ওপারের সব বাবারা, ভালো রাখুক এপারের সব বাবাদের !! 💜💗
-
আমার কাছে আব্বু মানে-😌🖤✒️
আব্বু মানে যে অক্লান্ত পরিশ্রমে আমাদের ইচ্ছে পূরণ করে চলে,
আব্বু মানে যে আমাদের কে জীবনে ভালো মানুষ হওয়ার কথা বলে।।
আব্বু মানে যে কোন দিন মুখফুটে বলে না তোকে ভালবাসি,
আব্বু মানে যার কাছে আমাদের হাঁসিটা তার সবচেয়ে বড়ো খুশি।।
আব্বু মানে যার নামে সবাই আমাই চেনে,
আব্বু মানে পুরানো জামা গায়ে আমার জন্য দামি জামা কেনে।।
আব্বু মানে যে মানুষটা আমাদের মানুষ করতে সব ইচ্ছে করেছে বিসর্জন,
আব্বু মানে যে মানুষটা ঈশ্বরের পরের স্থান করেছেন অর্জন।।
আব্বু আমার অনুপ্রেরণা কোনো স্টার বা সেলিব্রেটি নয়,
আব্বুর হাত মাথায় থাকলে জীবন অনেক সুন্দরময় হয়।।
প্রতিটা জন্মে আমি যেনো তোমাকেই আব্বু হিসাবে পাই,
জীবন যুদ্ধে জিততে সারাজীবন তোমার দোয়া চাই।।-
আমাদের প্রতিদিনকার ছোট বড় বিষয় থেকে শুরু করে অতি তুচ্ছ তুচ্ছ কথা খুব উৎসাহ এবং আগ্রহ নিয়ে শোনা ছিল আব্বু র নিত্যদিনের কাজ...
আসল কথা ছিল , আমরা ভালো আছি কিনা জেনে নেওয়া ,আমাদের গলার আওয়াজ শোনা, প্রাণভরে আমাদের দেখা এবং সেটা দিনে কয়েক বার... তারপরই তিনি নিশ্চিন্ত হয়ে আমাদের "ফি-আমানিল্লাহ্" বলে শান্তিতে ঘুমাতে যেতেন। ভাবছি....সন্তান অন্তপ্রাণ আমার আব্বু কি তাও ঠিকমত ঘুমাতে পারতেন !
আমাদের চলার পথে রোজ রোজ দোয়া পড়ে ফুঁক দিয়ে
"ফি আমানিল্লাহ্" বলে এগিয়ে দেওয়া আব্বু আজ নেই দেখে প্রতিমুহূর্তে নিজেদেরকে খুব অসহায় মনে হয়-