ShohanuzZaman Shuvo   (© সোহানুজ্জামান শুভ)
35 Followers · 23 Following

read more
Joined 11 April 2020


read more
Joined 11 April 2020
31 JAN 2021 AT 23:55

মুঁছে দেব দূরত্ব,
আর দূরত্বের সীমারেখা !!



-


30 SEP 2020 AT 12:58

তোমার ভেঁজা চুলের স্নিগ্ধতায়,
অলস দুপুরে পুকুর পাড়ের রোদ;
যাব যাব বলেও রয়ে যায় তোমার মায়ায়!💗

-


13 SEP 2020 AT 21:21

আকাশে সারি সারি মেঘ,
ঘুড়ির মত উড়ে বেড়ায়;
ওরা অনেকটা তোমার মতন,
নাটাই দিয়ে কাছে টানা যায় না।

-


21 AUG 2020 AT 16:41

এই জল ছলছল চোঁখ 😓
বুকের ভেতর তোমাকে না পাওয়ার অসুখ! 💔

-


12 AUG 2020 AT 16:16

আমার কোনো ছাঁদ নেই,
যেখানে দাড়ালে আকাশটাকে একটু কাছের মনে হবে!
দু'হাতে হাত রাখবার মত একটা মানুষ নেই,
যার হাত ছুয়ে দিলে মেঘেরা আদরে লাজুক হবে!

-


12 AUG 2020 AT 15:59

আমারো তো ইচ্ছে হয়;
জ্যাঁমে বসে ফোন করে শুনি দেরি করে ঘরে ফেরার অভিমান গুলো, মন চায় বেলি ফুলের মালা হাতে ঘরে ফিরি...
কাছে টেনে নিয়ে ওর খোপায় পড়িয়ে দেই... কিন্তু খোলা চুলে কিভাবে পড়াবো ভাবতে ভাবতে আনমনে হেঁসে উঠি। জ্যাঁম ছেড়ে বাস চলার ঝাঁকুনি লাগতেই বাস্তবে ফিরি...

-


29 JUL 2020 AT 4:06

বুকের ভেতর অতলান্তিক সমুদ্র পুঁষে,
তুমি আজ অন্য মানুষ।
দূরত্ব মেপে দূরে গেলে হয় কি পর মানুষ?
পর মানুষও জানে,
কিভাবে ভালোবেসে হতে হয় আপন মানুষ!

-


15 JUL 2020 AT 16:46

ছবির মধ্যে তুমি,
তোমার মধ্যে দু'চোঁখ;
চোঁখের মধ্যে মায়া,
সেই মায়ায় ভালোবাসার ছায়া।

মেঘ জমেছে চোঁখে,
আকাশ ঝাপসা হয়ে আসে;
হঠাৎ দুঃখ পেলে মন,
কোঠর বেয়ে অশ্রুই আপন।

-


11 JUL 2020 AT 2:52

বৃষ্টি এলে,
যে মেয়েটি স্থির থাকতে পারতো না;
সে মেয়েটি আজ বৃষ্টিতে দৃষ্টি মেলে না!

-


9 JUL 2020 AT 13:27

একদিন তোমার আকাশে পাড়ি জমাবো,
মেঘের পাহাড় গড়ে তোমায় ছুয়ে দেখবো;
কতটা বেসেছিলো ভালো এই আকাশ আমাকে!

-


Fetching ShohanuzZaman Shuvo Quotes