দুঃস্বপ্ন দলা বাঁধে নীল চোখের নীল মায়ায়, ...যে নীল নির্বাসিত !
ব্যথার রাজ্যে ওই রঙের বসত, দুঃখ নামে পরিচিত...
ওপাশ ফেরা ভাবনার গায়ে, শব্দরা কেন তবু আঁচড় কাটে ?
ঘুম ঘুম চোখ আমার, শিয়রে বসে কাঁদে অতৃপ্তি, বোবা কথার শুষ্ক ঠোঁটে...
কিছু কথা কী তবে রয়েই গেল? কিছু কথা কী শোনানো আরও বাকি ?
কাকে বলি....? কাকে বলি ! আমি তো আর নই কোনো তোতা পাখি....
শোনো...এক নীল নয়নার কাব্যে আজ মেঘের ঘনঘটা, সময় দিচ্ছে ফাঁকি !
হ্যাঁ, তাঁকে সময় দিচ্ছে ফাঁকি...
-
কুয়াশায় ঢেকেছে আলোর বাগিচা, দৃষ্টি অন্ধকার !
পথিক তুমিও কী আমারই মতন, ঠিকানাহীন বার বার... ?
কাঁধের প'রে জীবন বোঝা, ফাঁদ রাখা আছে তাতে কত...
কত-শত গল্প ছিঁড়ে আছে ওখানে, আধ খাওয়া রুটির মত...
সাধ যেন তার, মনের আহার, এক জ্বলন্ত তারকার মত...
ঠিক জ্বলন্ত তারকার মত !-
🍂
আজ সারাটা দিনের গায়ে ভালোবাসা এঁকে দেব চুপি চুপি
ঘুম ভাঙা ভোরের বুকে এলিয়ে পড়ে
আদুরে রোদকে খুউউউব করে চুমু খাবো,
চোখের ভাষায় কথা বলে যাব নীল আকাশের সাথে তার অভিমানী পর্দা সরিয়ে...
বলবো, হে...মস্ত আকাশ, আমি যে তোমাকে বড্ড ভালোবাসি ! তোমার দিকে তাকালেই আমি আমার সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাই নিমেষে, তোমার হৃদয়ের বিশালতা আমাকে আগলে নেয় প্রতি প্রতিবার...
মনেহয় তুমি যেন আমার এক প্রেমিক পুরুষ, আমার শাশ্বত প্রেম !
তারপর...
হ্যাঁ হ্যাঁ,, তারপর... আমি নিমন্ত্রণে আলসে দুপুরকেও কাছে ডেকে নেবো, ক্লান্তি মুছিয়ে দিবো সোহাগের আঁচলে, কোটি কোটি বছরের সমস্ত দিবানিদ্রাকে ছুটি দিয়ে দেবো আজ !
হাত ধরে ছুটে যাব বিকেলের কাছে, গুনগুন গান গোধূলির স্নান... ঝুঁকে পরা সন্ধ্যার কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাবো রাত্রির সাথে সন্ধি করবো বলে... না, আজ কোন ঘুম নেই...
চাঁদের পালকি চড়ে ছুঁয়ে দিব নক্ষত্র !! তারার মালা গেঁথে আঁধারকে দেবো উপহার... আজ যে শুধু ভালোবাসাবাসির উৎসব, এক রঙিন গল্পের রচনা, আমার চিন্তা-চেতনার শৈশব !!!
-
দুঃস্বপ্ন
---------🍂
অসমাপ্ত গল্প মানেই তো নানান অজুহাত, সময়ের আঘাত ;
তবুও বিনা কারণে চেয়ে থাকে কিছু অলিখিত চুক্তি, মায়া, ছটফট সুপ্রভাত....
দুমরোনো স্মৃতিতে, এই যে অব্যক্ত অনুভূতি, চোখ তার ছলছল,,
এটিও তো এক আদিম নদীজল ! যেখানে আঁধার ডুবে থাকে অবিরল...
যেখানে থেকে গেলেও কিছুটা ছিটেফোঁটা সবুজ অনুভূতি অথচ কী দুঃস্বপ্ন অবিকল.... !!-
এটুকুই
--------🍂
কোথাও কথা দেওয়া নেই, কোথাও নেই আমার কোন দুঃখ-ব্যথা
ভিখারির মতো চাহনি নেই, আনন্দঅশ্রুতে কেবল শুদ্ধতা...
কাউকে নিয়ে আর ভাবে না মন, হৃদয় দিলেও কেউ,, না-বোঝার ভান !
পলকে রাখিনা স্বপ্ন সুদূর, বর্তমানে বাঁচার এক নিজস্ব ঘ্রাণ ।
আমাকে আমি শুধিয়েছি কতবার, বাসনা তবুও তোমার কিছু হয় কী ?
হ্যাঁ, মাঝে মাঝে হঠাৎই ইচ্ছে করে, চড়বো চাঁদের পালকি !!
একদিন... চড়বো চাঁদের পালকি
-
পথ চলা যতটুকু, ততটুকুই ফিরে আসবার তাড়া...
ততটুকুই কাঁদে দূরত্ব, আপন করেছিল যাঁরা।
ডাকলে কাছে গোধূলিও সরে যায় দূরে, সন্ধ্যার বাতিঘরে...
নিভু নিভু আঁচে তবুও আবেগ বাঁচে, মনের দপ্তরে।
পলকের উঠোনে ঐ-যে থৈথৈ কমলা রোদ, পথ থামিয়ে দেয় কোথাও কোথাও... !
মুহূর্ত কিনে নেয় তখন অপেক্ষার সূত্র, আর হ্যাঁ... অস্তরাগের অমৃত সুধাও...
-
তুমি কী হলুদ বসন্ত ? নাকী ছড়া কাটা শ্রাবণ... ?
ঠিকানা দিও কৃষ্ণচূড়ার, থাকে কোথায় ? কেমন...
বরষা রাতের অঝোর বৃষ্টি, ...ধূসর মেঘ কী করে আঁকো ?
ঠিকানা দিও তবে মেঘপিয়নের, কাজলা দীঘির সাঁকো...
তুমি ঠিকানা দিও শ্রাবণ দিনের, কোথায় ডুবে থাকো...
উড়িয়ে নেওয়ার ছলে যখন...তুমি এক শিরশিরানি হাওয়া !
লুকিয়ে কোথায় রাখো আমায়, ঠিকানা যায়নি ছোঁয়া
হ্যাঁ, ঐ ঠিকানা যায়নি আজও ছোঁয়া...
বলো...নাম-পদবী এভাবে আড়াল করে, আঁকছো কী এমন ছক ?
চোখ দুটো তো আমার অন্ধ হলো, সময় পলাতক !
আমার দিন গেল আর বছর গেল, সময় পলাতক...-
----------- 🍂
আমার শেকড়ের শেকলে বন্দী... মনের খাঁচাটা, দেহটা যদিও দূর....
সেই মৃত্তিকার গন্ধ গায়ে গায়ে, কন্ঠে দেশের সুর ! আমার কন্ঠে দেশের সুর....
গোটা পৃথিবীর ভীড়ের এই একলা আমিটার... ভেতরে ভাঙচুর !!-
...........🍂
যদি ভালবাসি বলো...আবারো খুঁজে নেব নিজেকে...
সেই যে হারিয়ে গেছি কবেই...,, ইতিহাসের মলিন পাতায়,
ঘুঁটে-কুড়ানি দাসী কিংবা অচিনপুরের রাজকন্যে...
মনে নেই, সত্যি আজ আর কিছুই মনে নেই !
বিশ্বাস করো, নিজেকে জানিই-নি অনন্তকাল...
আমার স্মৃতিহারা সমস্ত বসন্তের উৎসবে শ্যাওলা পড়ে গেছে বোধহয়...
আচ্ছা, তুমি কী পারো...
আমার জীবনে গুচ্ছ গুচ্ছ ফুলের কলরব এঁকে দিতে ? আমার পৃথিবী সাজিয়ে দিতে পারো কী হাজারো রঙিন নকশায়... ?
যে রঙ আমি কখনো দেখিইনি !! যে রঙের সাথে আমি পরিচিত নই, ...সেই সুখের রঙ, আনন্দের রঙ.... ঘটা করে এনে দিতে পারো কী আমার মনের ঘরে ? আমার স্বপ্নের করিডোরে, অনুভবের দোদুল্যমান পালকিতে ??
আমি যে খুউউউব... খুব চাই, আমার চাওয়ার প্রথম ভোরে
তুমি এসো....
তুমি এসো.....আমার জীবনের গল্প হয়ে,
আমাকে গুছিয়ে নাও তোমার অনুভূতির বৃষ্টিতে,
আমি যে বর্ণে-গন্ধে-রঙে এবার চিনে নিতে চাই আমার ঠিকানা....সকাল, দুপুর, সন্ধ্যা এবং রাত্রিতে.....
-
সমুদ্রের ঢেউয়ে ঢেউয়ে উচ্ছ্বাস, ভিজিয়ে দিলো আবেগ ;
চলো... তুমি হও রোদেলা দুপুর, আমি তুলো তুলো মেঘ !-