Mily Ahmeed   (মিলি আহমেদ)
335 Followers · 97 Following

Joined 24 March 2021


Joined 24 March 2021
8 HOURS AGO


কত...আড়াল অশ্রুতে ডুবে গেছে মন !
ভাবনার মঞ্চে দাঁড়িয়ে আছে থোকা থোকা বিষন্নতা...
নাটুকে হাওয়া লাগেনি তো কোনো কবিতা-গানে,
দোয়াত-কালির গল্পে ধুঁকছে শুধুই নীরবতা...

শুষ্ক চোখে যদি অভিমানের নোনতা স্বাদ,
না বলা কথাদের ভীড়ে দমবন্ধ ভুলচুক,
যদি একঘর গল্প হয় দুখের‌ই নিবাস
তবে, মুখোশেই ঢাকা থাক এই-পোড়ামুখ ! আঁধারের গল্পে যুগ যুগ...

-


2 MAY AT 18:55

মিথ্যে সোহাগ
"""""""'''''""
কারণ মিলিয়ে যায় সময়ের হাওয়ায়...
ফিরে ফিরে আসা স্মৃতির নকশায় আটকে থাকে শুধু
গুড়ো গুড়ো কিছু সুখ !
কেটে যায় দিন, প্রহর, বছর, বহুযুগ....
ভ্রান্তিতে ভ্রান্তিতে ক্লান্তি নামে, কারণ খোঁজে তবু ঝাপসা চোখ
কোন সোহাগে তবে মেখেছিল কালি, নন্দিনী তার মুখ ?

-


1 MAY AT 21:58

অনুভূতির উচ্চারণ
----------▫️▫️

বাঁচায় আমায় সাঁঝের আলো,
রাতের চোখের জোনাকফুল ;
চন্দ্র-তারার মুকুট পড়ে
স্বপন দোলে হুলুস্থুল !

ভোরের পালক ছুঁলেই গালে
নরম রোদের আলপনা...
আলসে দুপুর নুপুর বাজায়
বিকেল সুরের মূর্ছনা !

পিছলে গেলে সময় কিছু
রাখবো না কোনো অভিযোগ...
অবাক চোখে, নতুন সাজে
দিন প্রতিদিন নতুন হোক !!

-


30 APR AT 22:41


অধরা অপেক্ষা
          -----------🍂
আমি সূর্যের দেশের দগ্ধ পিয়া, আগুন ছুঁয়ে থাকি
খাঁ খাঁ বুকের অপেক্ষাদের, ছাইয়ের নকশায় আঁকি...
তোমার ভাগ্যে মেঘপিয়ন আর....বৃষ্টিমেয়ের ডাক !
যখন-তখন চাইলে পরেই, শ্রাবণ অনুরাগ...
দাও-না কিছু বৃষ্টিবিলাস, আমার তপ্ত গায়ে মেখে
ফিরে যেও আবার না-হয়, মনটি তোমার সেঁকে !

-


28 APR AT 17:51

গোধূলিলালে থমকে থাকুক
স্বপ্নসুখের আলিঙ্গন ;
ইচ্ছেগুলো ইচ্ছেমতন
রাঙিয়ে তুলুক হৃদয়-মন ।

জীবন পথে হোঁচট খাওয়ার
গল্প না-হয় আজকে থাক !
সুপ্ত মনের, গুপ্ত কথন
বেলা শেষে মুক্তি পাক...

কলম চলুক সরলরেখায়,
লিখুক এবার কী কী চায়...
পালতোলা সব ভাবনাগুলোর
লাজুক লাজুক ইশারায়...

বায়না সকল অপেক্ষাদের
ধৈর্য্য ছুঁয়ে সতেজ হোক,
জলজোছনায় ভিজুক তবে
চাতক চাতক দুটো চোখ !

-


27 APR AT 20:04

কবিতার আতর
"""""""""""""

হৃদয়ের ফুলদানিতে
প্রেমের সুগন্ধি ফুল !
তোমার নামেই ফোটে
গোলাপ-বকুল...

ছড়িয়ে, জড়িয়ে নিলে
ভালোবাসার ঘ্রাণে ;
বড় সুখী, মনপাখি
গুনগুন গানে...

সুবাসে ভরিয়ে রেখো
ভাবনার ঘর ;
থেকো শুধু আমারই
কবিতার আতর !!

-


26 APR AT 18:23

অপেক্ষা
"""""""
আপন খেয়ালে
নিঃশব্দে হেঁটে যায় পাতা ঝরা দিন ;
ফুল ফুটুক বা নাই ফুটুক
বসন্তকেও চিনে নেয় ভালোবাসার দূরবীন...

অথচ আমি দোপাটির ফুলের গন্ধ শুঁকে শুঁকে শীত- গ্রীষ্ম পাড়ি দিয়ে বর্ষাকে আলিঙ্গন করে চলেছি যুগ যুগ...
এই এক-জীবনের প্রতিটি অধ্যায়, তার পুরোনো কিংবা নতুন পাতায়, একরোখা অভিমান গায়ে মেখে খুঁজে চলেছে কেবলই সেই একটিই মুখ !

-


25 APR AT 16:40

পাগলপারা ইচ্ছে
-----------🔸🔸🔸

ইচ্ছগুলো মেলেছে ডানা
সুখের খোঁজে তোমার নাম !
উড়ন্ত মন, শিস দিয়ে যায়
বুকের বামে শিরোনাম...

পৃথক পৃথক অনুভূতি
আজ চিনেছে তোমায় খুউউব,,,,
তোমার দেশে, উড়ার শেষে
ভালবাসায় দেবে  ডুব !

ইচ্ছেগুলো নাছোড়বান্দা
পাগলপারা, ছন্দময়...
বলো বলো...আমায় ছুঁয়ে
তোমার তবে কীসের ভয় ?

-


24 APR AT 19:25

সময়ের ভাঁজ খুলে খুঁজে নেব কিছু মুহূর্ত
তুমি কালবৈশাখী ঝড় হয়ে এসো,
আমি হবো অবেলার গায়ে গায়ে লেগে থাকা ধুলো
উড়ে এসো তুমি... ওগো, উড়িয়ে দিও হাজার‌ও বেরঙিন শর্ত !
কী কথা দেওয়া হয়েছিল আবেগে
কী কী কথা রাখা আছে এ-মনে আজও...
তপ্ত শোকে দগ্ধ হয়েছে দু'টো জীবন, বহুবছর...বহুযুগ !
তবু, শপথের ব্যর্থ বারান্দায়, বর্ষা হয়নি সাথী কার‌ও....

-


23 APR AT 18:28

হলুদিয়া সুখ
---------🌼

হলদিয়া সুখে
মগ্ন আমার মন !
রোদ্দুর ছুঁয়ে কবিতা লিখি,
উষ্ণ বিবরণ...
সাধলে তুমি, মেঘ হবে আজ
বৃষ্টি দেবে এসে ;
ঝলক ঝলক বৈশাখী মন,
তবু...মেঘ সরিয়েই হাসে !
ভিজবো চলো আকাশ গাঙে
নীলাম্বরী সুখে,,,
আমি-তুমি স্নিগ্ধ হবো, দগ্ধ হবো !
মুগ্ধ সূর্যি মেখে...

-


Fetching Mily Ahmeed Quotes