যেখানে ঢালাই রাস্তা পিচ এ গিয়ে মিলেছে,
সেখান থেকে পায়ে গোনা দূরত্বে গেছি -
হঠাৎ ধমকে দাঁড়ায় ।
পছন্দের সেই চেনা গুরু গুর শব্দ ,
একই তাড়াহুড়ো তে চোখ ভেজানোর চেষ্টায়,
পিছনে তাকাই ।
চোখ থেকে যায় অপেক্ষায়।
দেখি - S 8050 একাই-------
-
Sk Sahana
(সাহানা🍁)
10 Followers · 9 Following
আমি শব্দ দিয়ে আঁকি
Joined 4 September 2021
4 FEB 2022 AT 0:51
9 JAN 2022 AT 19:22
শক্ত দুটো কাঁধের
দায়িত্ব আর কর্তব্যের মাঝে,
অভিমান করে বসি তার উপর,
পাঁচিল তুলি অভিযোগের।
সময়ের সাথে বুঝি-
যে দিন গেছে, সে দিন আজও আছে ।
কিলোমিটারের দূরত্বে গুরুত্ব কমে নি এতটুকু ।
-
1 NOV 2021 AT 19:52
কত মুহূর্ত শেষ হয়ে গেছে,
কত কথা তুমি বলো না আর।
কত বা ,না শোনা করো রোজ।
তুমি হয়তো বলবে,
-বোঝা বেঁধে রাখ তোর আফসোস ।
যদি বলি আপসোস নেই কোনো,
-শুধুই পাহাড় সমান অভিমান ।
অভিমান ।।
-
28 OCT 2021 AT 14:27
আগের বছরের ঠিক আগের বছরের ছবি
গ্যালারির অনেকটা নীচে ।
সেই দিন পেরিয়ে মন ঢেকেছে আঁধারে,
তবু যেন মন লেগে আছে ।
-