দু তিন দিন আগে শুরু হয়ে গেছে মহাসংগ্রাম, যার নাম আই পি এল। চায়ের দোকান, পাড়ার মোড়, যে কোনো প্রতিষ্ঠান সবই জমজমাট টানটান উত্তেজনায়। এ উত্তেজনা শারীরিক নয়, শুধুই মানসিক আর বাঙালীর আবেগময় উপস্থাপন।
গোটা দশেক রাজ্যের সুদক্ষ টিম নিয়ে মাঠে নামায় লীগ, তার মধ্যে আমরা বাছাই করি আমাদের প্রিয় খেলোয়াড়। এপ্রিল মাস এলেই প্রফুল্লতা ছড়ায় মনে। যার জন্যই আকর্ষিত হয় খেলা দেখার ধুম।
একটা পরিবারের সকলেই তো খেলাপ্রেমী হয় না, তাই আই পি এল এর সময়টাতে খেলাঅপ্রেমীদের সাথে ঝগড়া বিবাদ ও থামেনা। তবুও প্রকৃত প্রেমী ঠিক বিকল্প পথে দেখে, শাহরুখ-শিল্পা-প্রীতি-ক্যাট এদের যুদ্ধ জোরকদমে চলে। দেড় মাস মতো খেলাপ্রেমীদের মন পড়ে থাকে টিভিতেই।
খেলা মানেই তো হার জিত, নিশ্চয়তা নেই কোনো। তবুও কেউ কেউ হাতাহাতি করে আত্মসম্মান খোয়ায়। আবার কোথাও দেখা যায় বর্ণ নির্বিশেষে খেলোয়াড় বাছাই করা হয়, এটা কি প্রকৃত আই পি এল ভক্তের লক্ষণ?
খেলা তো একটা শিল্প, পেশা ও আবার অনেকের। তাদের মাঝে কিছু অবিস্ময়কর কিছু আছে বলেই মাঠে তাদের দেখা যাচ্ছে, নইলে তুমি আমিও ব্যাট হাতে নেমে পড়তাম স্টেডিয়ামে। তাই হার জিতকে এতটা প্রাধান্য দেওয়া উচিত নয় যাতে বাস্তবে আঁচ পড়ে।-
IPL মানে ,এক মাস মায়ের সাথে রিমোর্ট নিয়ে ঝামেলা,এক মাস বাবার সাথেও রোজ তর্ক।
IPL মানে চায়ের দোকান গতকালের ম্যাচের বিশ্লেষণে ব্যস্ত।
IPL মানে, এক মাসের জন্য সব বন্ধু হটাৎ করে আলাদা।
lPl মানে সচিনের অন্ধভক্তরাও আজ মুম্বাইয়ের বিরোধী সমর্থক,বিরাটের আবেগের সমর্থকরা আজ শান্ত ধোনির জন্য গলা ফাটাবে,প্রিয় খেলোয়াড় অন্য দলে থাকলেও শহরের প্রেমে আজ সবাই KKR ।
IPL শুধু খেলা নয়,সে যে এক মধুর বিভাজন,যার জন্য অপেক্ষা করে শতকোটি ভারতীয়।
-
একদেশ থেকে, আটদল মিলে, টক্কর হবে জোরদার ;
বিনোদন আর ক্রিকেটের জোটে ভরপুর মজা সব্বার।
ব্যাটসম্যান হয় বুনো ওল তবে বোলার বাঘা তেঁতুল -
নানা দেশ থেকে সেরা খেলোয়াড়, কেউ জমি ছাড়বে না একচুল!
আইপিলের বেজেছে দামামা, আসছে প্রতিভা, থাকছে অভিজ্ঞতা।-
"কি মন্ত্রী চেঁচামেচি কিসের হে, বাক্স খুলে হাঁ করে কি দেখছ এত?"
"আজ্ঞে মহারাজ, ক্রিকেট নামক ম্লেচ্ছদেশের একটি খেলার প্রতিযোগিতা নাম যার আই পি এল হয়েছে শুরু, জনগণ এতে মত্ত।"
"ঝিঁঝিঁ পোকার নামে খেলা, তাতে আবার এইসব প্রতিযোগিতার কি কাজ?"
"ভিন্ন শহরের ভিন্ন দেশের খেলোয়াড়েরা অংশগ্রহণ করে এতে, বিনোদনের মোড়কে অভূতপূর্ব অর্থলাভ হয় সকলের মহারাজ!"
"তাই যদি হবে মন্ত্রী তুমি করো জোগাড় ভাড়াটে খেলোয়াড়, অর্থলাভ নিমিত্ত আই পি এলে নামাই ভীষণ দরকার!"-
আই পি এল মানে প্রিয় টিমের জয় যেন নিজেরই জয়।
আই পি এল মানে কিছুক্ষণের জন্য হঠাৎ হৃদস্পন্দের স্তব্ধতা।
আই পি এল মানে বন্ধুদের টিম নিয়ে অবোধ খুনসুটি করা।
আই পি এল মানে পপকর্ণের সাথে নিজের নখটাও চিবিয়ে ফেলা।
আই পি এল মানে অবাধ আবেগ আর টানটান উত্তেজনা॥-
Ipl মানে শতকোটি ভারতীয়র এক বছরের অপেক্ষার অন্তিম ঘটানো , শতকোটি মানুষের আককাঙ্খার চাহিদা পুরণ করা।
Ipl মানে প্ৰিয় বন্ধুগুলোর বিরোধী হয়ে যাওয়া ,
কিছুদিনের জন্য নিজের দলের জন্য প্রিয় বন্ধুগুলোর বিরোধী হওয়া।
Ipl মানে প্রিয় খেলোয়াড় গুলোর জন্য পুরো দলটাকেই Support করা । যেমন বিরাটের জন্য Rcb কে, রোহিতের জন্য Mi কে আর ধোনীর জন্য Csk কে Support করা। তবে
Ipl মানে কিছু মানুষ(বঙ্গবাসী) নিজের শহর কলকাতা ছাড়া আর কিছু জানেনা তারা Kkr এর ভক্ত, তবে কিছু ব্যাতিক্রমী মানুষ তাদের আদর্শে চলে অন্য দলকে Support করে।
Ipl মানে আমি তার অন্ধভক্ত , আমি তার জন্য সব কিছু ছাড়তে পাড়ি ।💙💙-